বাংলা নিউজ > ঘরে বাইরে > Corbevax Vaccine Price: সরকারি হাসপাতালে Corbevax টিকা মিলবে ১৪৫ টাকায়, বেসরকারিতে দাম প্রায় ৭ গুণ!
বুধবার থেকে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে। হায়দরাবাদের বায়োলজিকাল ই সংস্থার প্রস্তুত করা কর্বেভ্যাক্স টিকা দেওয়🍰া হবে ছোটদের। হয়দারবাদের বায়োলজিকাল ই, টেক্সাসের চিলড্রেন'স হসপিটাল সেন্টার এবং বেইলর কলেজ অফ মেডিসিন-এর সম্মিলিত প্রয়াসে তৈরি হয়েছে এই টিকা। এটি ভারতে তৈরি প্রথম প্রোটিন সাব-ইউনিট টিকা। তবে এই টিকা সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া হচ্ছে না। এখনও পর্যন্ত ভারতে সব টিকা বিনামূল্যে দেওয়া হয়েছে সরকারি স্তরে। ত⛄বে এদিন সরকারি হাসপাতালে কর্বেভ্যাক্স নিতে গেলে কত খরচ করতে হবে, সেই দাম প্রকাশ করা হয়।