ভারতে ক্রমশ জটিল হচ্ছে করোনাভাইরাস পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে লকডাউনের রাস্তায় হেঁটেছে কেন্দ্র ও রাজ্য। দেশের ১৭ টি রাজ্যের ৮০ টি জেলায় লকডাউন কার্যকর হয়েছে। তা চলবে আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত। দিল্লিতে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে লকডাউন। তবে পশ্চিমবঙ্গে আজ বিকেল পাঁচটা থেকে লকডাউন শুরু হবে। তা চলবে আগামী শুক্রবার মধ্যরাত পর্যন্ত। ছ'টি জেলা পুরোপুরি তালাবন্ধ থাকবে। বাকি জেলাগুলির মূলত পুরসভা শহরগুলিতেইꦦ লকডাউন কার্যক🌺র হবে। এই লকডাউনের সময়ে কী করবেন ও কী করবেন না, তা দেখে নিন একনজরে -
অত্যাবশ্যক কোনও কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। জরুরি পরিস্থিতিতে চিকিৎসক বা হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলে বেরোতে পারꦑেন। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বেরনো যাবে। তবে তা যথাসম্ভব কম।
গুজবে কান দেবেন না। নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য দোকানে ভিড় করবেন না। সরকার জানিয়েছে, রেশন দোকান, আনাজ, মুদি, মাংস, ফল, পাউরুটি ও দুধের দোকান খোলা থাকবে। 💝পর্যাপ্ত জোগানও থাকবে। তাই বাজারে ভিড় করবেন না। বাড়িতে অনেক সামগ্রীও সঞ্চয় করবেন না।🧸 তাতেই বাজারে ঘাটতি তৈরি হবে।
ব্যাঙ্কে জরুরি পরিষেবা চালু থাকবে। টাকা তোলা, টাকা জমা দেওয়া, অন্য অ্ꦕযাকাউন্টে টাকা পাঠানো, চেক জমা ও সরকারি লেনদেন চলবে। এট🎉িএম পরিষেবা মিলবে। এছাড়াও অনলাইনে সমস্ত পরিষেবা পাবেন গ্রাহকরা।