ওমিক্রন ভ্যারিয়েন্ট সারা বিশ্ব জুড়ে নতুন করোনা ঢেউয়ের সঞ্চার করেছে। সাম্প্রতিক মাসগুলিতে বিশ্বে স্বাভাবিকতার দিকে এগোচ্ছিল। তবে ‘স্বাভাবিক’-এর যে চিত্র দেখা গিয়েছিল তা ওমিক্রন ত্রাসে ফের বিপর্যস্ত হওয়ার পথে। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই ডেল্টাকে পিছনে ফেলেছে। গত সপ্তাহে সেদেশের মোট সংক্রমিতের ৭৩ শতাংশের জন্য দায়ী ওমিক্রন।ইউটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডি স্টিফেন গোল্ডস্টেইন সেলুনকে এই বিষয়ে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপের তথ্যের ভিত্তিতে আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রতেও ওমিক্রনের সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। গত শীতের সংক্রমণের হার ছাড়িয়ে যেতে পারে ওমিক্রন।’ এদিকে সংক্রামক রোগের ডাক্তার এবং ক্যালিফোর্নিয়া-সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক ডাঃ মনিকা গান্ধী এই বিষয়ে বলেন, ‘ওমিক্রন ডেল্টার থেকে বেশি সংক্রমণযোগ্য এবং করোনা ভাইকাসের নতুন ঢেউ আনবে এটা।’জাতীয় হার ইঙ্গিত দিচ্ছে যে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ লক্ষ ৫০ হাজারেরও বেশি ওমিক্রন সংক্রমণ ঘটেছে। সিডিসির পরিচালক ডাঃ রোচেল ওয়ালেনস্কি বলেন, ‘এই পরিসংখ্যান বিপুল, কিন্তু এটা আশ্চর্যজনক নয়।’ উল্লেখ্য, আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা মহাদেশের প্রায় ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে এই নয়া ভ্যারিয়েন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেও ওমিক্রনের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে ওমিক্রনে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে গুরুতর দিকে যাওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে বড়দিনের আগে বিশেষ বিধিনিষেধ লাগু করছে না ব্রিটিশ সরকার।