দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের ৪৩ হাজার ৭১📖 জন। গতকালের তুলনায় এই সংক্রমণের হার প্রায় ২ শতাংশ কম। দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৫ লক্ষ ৪৫ হাজার ৪৩৩। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছে ৯৫৫ জন। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ২ হাজার ৫।
এদিকে বর্তমানে সক্রিয় রোগীর♎ সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০। এদিন দৈনিক সংক্রমণ ২ শতাংশ কম হওয়ায় এবং সুস্থতার হার ভালো হয়ায় গতকালকের থেকে এদিন সক্রিয় রোগী কমেছে ১০ হাজার ১৮৩। এদিকে করোনা মুক্ত হয়ജেছে ৫২ হাজার ২৯৯ জন।
এদিকে এখনও পর্যন্ত দেশে করোনা টিকার ৩৫ কোটি ১২ লক্ষ ২১ হাজার ৩০৬টি ডোজ দেওয়া হয়েছে। ৩ জুলাই পর্যন্ত মোট ৪১ 𓂃কোটি ৮২ লক্ষ ৫৪ হাজার ৯৫৩টি নমুনা সংগ্রহ কꦐরা হয়েছে। গতকাল মোট ১৮ লক্ষ ৩৮ হাজার ৪৯০টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, দেশে কয়েকদিন ধরে করোনার গ্রাফ ওঠা-নামা করছে। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে। ম✅ঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা 37 হাজারে নেমে গিয়েছিল। পরে ফের তা বাড়ে। তবে শুক্রবার থেকে ফের কমতে শুরু করে সংক্রমণ। পরপর তিনদিন কম রয়েছে ꦡদৈনিক সংক্রমণের হার। তবে এদিন মৃতের সংখ্যাটা ফের বাড়ল। অবশ্য মৃতের সংখ্যা হাজারের নিচে থাকায় চিন্তা কমই রয়েছে।