সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির নিজামুদ্দিনে জমায়েতের আয়োজন করেছিল তাবলিঘি জামাতে। সেই সংগঠনের প্রধান তিনি। প্রাথমিকভাবে মার্কাজের সদস্যদের স্বাস্থꦓ্য পরীক্ষাতেও নারাজ ছিলেন। এবার ১৮০ ডিগ্রি ঘুরে অনুগামীদের স্বেচ্ছায় গৃহবন্দি থাকার বার্তা দিলেন জামাতের প্রধান মৌলানা সাদ।
আরও পড়ুন : Coro🧜navirus Update: রাজি ছিলেন ন🌠া মৌলানা, রাত ২টোয় নিজামুদ্দিনে আসরে ডোভাল
ইউটিউবে মার্কাজের চ্যানেলে একটি অডিয়ো বার্তা পোস্🅘ট করা হয়। তা মৌলানার বলে দাবি করা হয়। সেই অডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, 'আমাদের জমায়েত এড়িয়ে যাওয়া উচিত। সরকার ও আইন আমাদের যা করতে বলেছে, তা মেনে চলা উচিত। এরকম সময় ওদের (সরকার) সাহায্য করা আমাদেরও কর্তব্য। '
আরও পড়ুন : অভব্য নিজামুদ্দিনের আ𝐆ক্রানജ্তরা, চিকিৎসকদের গায়ে থুতু ছিটিয়ে গালিগালাজ
ইতিমধ্যে মৌলানার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তারপর থেকে গোপন কোনও ডেরায় তিনি লুকিয়ে🎃 আছেন। সেখান থেকেই নিজের অনুগামীদের সচেতনতার পাঠ পড়ান তিনি। যিনি দাবি করেন, বিশ্বের ২০০ টি দেশে তাঁর ১০০ কোটি অনুগামী রয়েছে। সেই মৌলানা বলেন, 'আপনি যেই হোন না কেন, নিজেকে কোয়ারেন্টাইন রাখুন। তা ইসলাম বা শরিয়তের বিরুদ্ধে নয়। চিকিৎসকদের পরামর্শ মেনে দিল্লিতে আমি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছি। জামাতের সদস্যদের কাছে আর্জি, দেশের যেখানেই থাকুন না কেন,🌼 আইনের নির্দেশ মেনে চলুন।'
আরও পড়ুন : ন🌜িজামুদ্দিন ফেরতদের খুঁজতে গিয়ে মধুবনিতে পাথরবৃষ্টির শিকার পুলিশ, ধৃত ৩
এদিকে, মৌলানার খোঁজে রাজধানী ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ। পশ্চিম উত্তরপ্রদেশের শামলি জেলার কান্দালায় মৌলানার পরিবারের বাস। যা দিল্লিতে প্রায় ৮০ কিলোমিটার দূরে। সেখানে তল্লাশি চালানো হ🐎য়েছে কিনা সে বিষয়ে পুলিশꦰের তরফে মুখ খোলা হয়নি।