এমবিবিএসের দ্বিতীয় বর্ষে অনুত্তীর্ণ এক ছাত্রের ভুল চিকিৎসায় মৃত্যু হল রোগীর। জানা গিয়েছে, অভিযুক্ত অযোগ্য চিকিৎসক ১২ বছরেও এমবিবিএসের দ্বিতীয় বর্ষের পরীক্ষাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয় পাশ করতে🍸 পারেননি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠতেই ৬০ বছর বয়সি ওই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি কেরলের কোঝিকোড জেলায়।
জানা গিয়েছে, কোট্টকাদাভুর টিএমএইচ হাসপাতালে এই ঘটনা ঘটেছে। এক বৃদ্ধ রোগীর হৃদরোগের চিকিৎসা করেছিলেন তিনি। ভুল চিকিৎসার ফলে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। মৃতের পরিবার অভিযোগ করেছে, রোগীকে জীবনদায়ী ওষুধ দেওয়ার পরিবর্তে ভুয়ো ডাক্তার ইসিজি সহ অপ্রয়োজনীয় পরীক্ষার জন্য জোর দিয়েছিলেন। এদিকে, মৃতের ছেলে অশ্বিন বিনোদও পেশায় চিকিত্সক। পঞ্জাবের চণ্ডীগড়ের একটি হাসপাতালে কর্মরত তিনি। অশ্বিন অভিযোগ করেছেন, চিকিত্সায় গাফিলতির কারণেই তিনি তার বাবাকে হারিয়েছেন। অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর রেসিডেন্ট মেডিক্যাল অফিসার সেজে অভিযুক্ত ভুয়ো চিকিৎসক আবু আব্রাহাম লুক তাঁরা বাবার চিকিত্সা করেছ𒉰িলেন। বিনোদ💞 জানান, তখন তিনি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ছিলেন। ফোনে আব্রাহামের কাছে খোঁজখবর নিয়েছিলেন। তবে আব্রাহাম তাঁকে জানিয়েছিলেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসতে দেরি হয়ে গিয়েছিল।
এরপরই চিকিৎসায় গাফিলতি রয়েছে বুঝতে পেরে বিনোদ আব্রাহামের বিষয়ে খোঁজখবর নেন। তখন তিনি জানতে পারেন তাঁর বাবাকে কোনও জীবনদায়ী ওষুধ দেওয়া হয়নি। আরও জানতে পারেন যখন হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় &n🐭bsp;সিপিআর শুরু করা হয়েছিল। আগে দেওয়া হয়নি। পরে বিনোদ আরও জানতে পারেন অভিযুক্ত ১২ বছরেও এমবিবিএস পাশ করতে পারেননি। এই ঘটনায় মৃতের পরিবার হাসপাতাল এবং অভিযুক্তদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির দায়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তার বিরুদ্ধে একাধিক ধারায় মামাল ✤রুজু করে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই অভিযোগ পাওয়ার পরেই তারা খতিয়ে দেখে জানতে পারেন লুকের এমবিবিএস ডিগ্রি নেই।
অন্য এক চিকিৎসকের রেজিস্ট্রেশনের তথ্য দিয়ে তিনি হাসপাতালের সঙ্গে প্রতারণা করেছেন। ঘটনায় তাঁকে ✅বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি 🎉বলেন, লুক অন্যান্য হাসপাতালেও কাজ করেছেন। এভাবে আরও কত জনের সঙ্গে তিনি প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে কিনা সে সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।