সোমবার ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬০ লাখের গণ্ডি ছাড়িয়ে গেল। সুস্থতার হার ৮২.৫৮ শতাংশ হলেও যা নিঃসন﷽্দেহে রীতিমতো উদ্বেগজনক মাইলস্টোন। তবে কেন্দ্রের তরফে একাধিকবার দাবি করা হয়েছে, দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি অনুধাবনের ক্ষেত্রে সক্রিয় আক্রান্তের গুরুত্ব অত্যন্ত বেশি। সে✤ই সক্রিয় আক্রান্তের নিরিখে কোন কোন রাজ্যে প্রথম দশে আছে দেখে নিন -
মহারাষ্ট্র : ভারতের সর্বাধিক করোনা প্রভাবিত রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সোমবার সকাল আটটা পর্যন্ত সেই রাজ্যের♊ সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৭৩,৬৪৬। সবমিলিয়ে সেখানে মোট সংক্রমিতের সংখ্যা ১,৩৩৯,২৩২। সেরে উঠেছেন ১,০৩০,০১৫ জন। মৃত্যু হয়েছে ৩৫,৫৭১ জনের।
কর্নাটক : সক্রিয় আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে আছে কর্নাটক। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০৪,৭৪৩। মোট আক্রান্তের সংখ্যা ৫৭৫,৫৬৬🌃। সেরে উঠেছেন ৪৬২,২৪১ জন। মৃত্যু হয়েছে ৮,৫৮২ জনের।
অন্ধ্রপ্রদেশ : দক্ষিণ ভারতের আরও এক রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬০,০০০-এর বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, অন্ধ্রপ্💎রদেশে এখনও ৬৪,৮৭৬ জন করোনার কবলে আছেন। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭০,১৩৬। সুস্থ হয়ে উঠেছেন ৬০৫,০৯০ জন। মৃতের সংখ্যা ৫,৭০৮।