শুধু ফুসফস নয় শরীরের প্রায় সব অ𓂃ংশই কোভিডে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন এইমসের বিশেষজ্ঞরা। করোনা হয়েছে তার প্রাথমিক লক্ষণ যে বুকে ব্যথা হতেই হবে, তারও কোনও নিশ্চয়তা নেই বলেই তারা জানিয়েছেন।
এতদিন অবধি যে কেসের শ্রেনিবিভাগ করা হচ্ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা, সেটার ওপর ভিত্ত𓂃ি করে, এখন সেই পদ্ধতিটি কত💯টি সঠিক ও সেখানে অন্য অঙ্গের প্রভাব যুক্ত করা উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই দলে যুক্ত ছিলেন ডিরক্টের রণদীপ গুলেরিয়া, নিউরোলজি ডিপার্টমেন্টের প্রধান এমভি পদ্ম শ্রীবাস্তব ও অন্যান্য চিকিতসকরা।
ডক্টর গুলেরিয়া বলেন আট মাসে কোভিডের বিষয় অনেক কিছু শিখেছি। সেই অনুযায়ী কোভিড বিষয়ক রণনীতি বদলাতে হবে বলে জানিয়েছেন এইমসের ডিরেক্টর। তিনি বলেন যে করোনা শুধু ভাইরাল নিউমোনিয়া নয়, ফুসফুস ছাড়াও অন্য অনেক অঙ্গে এর প্রভাব পড়ে। তিনি বলেন যে ACE2 রিসেপটর দিয়ে ভাইরাস শরীরে প্রবেশ করে এবং এটি শুধু ফুসফুস নয়, শরীরের অন্য অংশেও আছে।&𝕴nbsp;
বিশেষজ্ঞরা জানান যে এমন অনেক রোগী যাদের কোভি❀ড লক্ষণ আছে তাদের স্ট্রোক বা হার্টে ব্লক হয়ে যাচ্ছে।সব মিলিয়ে এই নিয়ে এখনও যে অনেক গবেষণা করা প্রয়োজন, সেটিই উঠে আসছে বারবার।