ভারতে করোন🧜াভাইরাস আক্রান্তের সংখ্যা ৫.৬৬ লাখ ছাড়িয়ে গেল মঙ্গলবার। সেই সঙ্গে, গত ২৪ ঘণ্টায় ৪১৮টি নতুন মৃত্যুর ঘটনায় সংক্রমণে🤡 মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬,৮৯৩।
বিশ্বজুড়ে করোনা 𒐪সংক্রমণের জেরে আরোপ করা নিষেধাজ্ঞায় সম্প্রতি কিছু শিথিল করা হলেও খুব কম দেশেই জীবাণু সংক্রমণের হার কমতে দেখা গিয়েছে। ভারতে দ্বিতীয় পর্যায়ের আনলকিং পদ্ধতিতে অর্থনীতিকে চাঙ্গা করার প্রয়াস অব্যাহত রয়েছে সরকারের। তবে এর পাশাপাশি, আনলক ১ পর্বের বেশ কিছু নিয়ম বহাল রাখা হয়েছে।
সংক্রমণের কারণে ইউরোপীয় ইউনিয়ন-এর অগম্♏য দেশের তালিকায় আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার সঙ্গে ভারতকেও রাখা হয়েছে।
নতুন সংক্রমণের ঢেউ আছড়ে পড়ার পরে চিনকেও নিষিদ্ধ তালিকাতেই রাখতে চলেছে ই ইউ। এরই পাশাপাশি, চিনে নতুন করে দেখা দিয়েꦬছে সোয়াইন ফ্লু-এর প্রকোপ, যা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সে দেশের স্বাস্থ্য দফ﷽তরকে।
সতর্কতা জারি করে WHO করোনা সং𝓀ক্রমণ রোধে বিশ💮্বব্যাপী কনট্যাক্ট ট্রেসিংয়ের উপরে জোর দিয়েছে।
এ দিন মিজোরাম দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও নতুন করোনা রোগীর সন্ধান পাওয়꧃া যায়নি। আবার সংক্রমণের আধিক্য রোধের উদ্দেশে আগামী ১২ জু🧜লাই পর্যন্ত গোটা কামরূপ পুর অঞ্চলে কড়া লকডাউন জারি করেছে অসম প্রশাসন।