ক্লিনিকাল ট্রায়াল শেষ হওয়ার আগেই জন𒁃তাকে কোভিড টিকা দিয়ে দেবে রাশিয়া, বলে জানিয়েছে দেশের স্বাস্থ্যমমন🥂্ত্রী।
মুরাশকো 𝓀জানিয়েছেন যে এই সংক্রান্ত ๊আদেশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে। টিকা বাজারে এসে গেলেও পরবর্তী পর্যায়ের পরীক্ষা সাথে সাথে চলবে বলে জানান রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী, বলেছে Sputnik News.
Russian Direct Investment Fund (RDIF) এর সিইও জানিয়েছেন তৃতীয় পর্যায়ের ট্রায়াল রাশিয়া, সৌদি আরব ও আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে। হা🌠জার হাজার মানুষ এতে পরীক্ষিত হবেন। রাশিয়া প্রায় ৪.৭ কোটি ডোজ কেবল এই বছরই বানাতে পারবে বলে সংস্থার দাবি। এই টিকা পশ্চিমী দেশের টিকার থেকে অনেক ভালো বলেও রাশিয়ার দাবি।
তবে রাশিয়ান স্পাইরা টিকা চুরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আমেরিকা, ইউকে ও রাশিয়া। APT29 বলে একটা দল, যেটার সঙ্গে রাশিয়ান ইন্টেলিজেন্সের যোগসাজশ মিলেছে, তারা এই কাজে যুক্ত𓆏 বলে জানিয়েছে ব্রিটেন।
এত দ্রুত টিকা প্রস্তুত করছে রাশিয়া, সব নিয়ম মানা হচ্ছে তো? সেই সংক্রান্ত যাবতীয় আশঙ্কা উড়িয়েছে রাশিয়ার প্রতিরক্ষা দফতর। জলদি প্রতিষেধক খুঁজে পাওয়ার ওপর জোর দিয়েছেন ভ্রাদিমির পু🎀তিন।
এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের তালিকꩵায় ভারতের পরে চার নম্বরে আছে রাশিয়া।