অগস্টেই করোনার তৃতীয় সংক্রমণ শুরু হবে ভারতে। এমনই দাবি করলেন আইআইটির গবেষক মথুকুমাল্লি বিদ্যাসাগর এবং মণীন্দ্র আগরওয়াল। পাশাপাশি গবেষকদের দাবি, অক্টোবরে কর🌼োনা সংক্রমণের হার শিখর ছুঁতে পারে। সেই সময় দৈনিক দেড় লক্ষ সংক্রমণ দেখতে হতে পারে দেশকে। ব্লুমবার্গের🦹 কাছে এমনই দাবি করেন আইআইটি হায়দরাবাদ এবং কানপুরের দুই গবেষক।
দুই গবেষকের দাবি, করোনা সংক্রমণের🌸 তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে কেরল-মহারাষ্ট্র। উল্লেখ্য, বর্তমানে দেশের মোট সংক্রমণের ৫১ শতাংশ কেরলে। এর আগে ভারতে সর্বাধিক করোনা সংক্রমণ রেকর্ড করা হয়েছিল মহারাষ্ট্রে। এদিকে গবেষকরা বলেছেন, দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউ অতটাও মারাত্মক হব♕ে না। ইতিমধ্যে কেরল, মহারাষ্ট্র-সহ ১০টি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।
এখনও দেশে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। র্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৭১৮ জন। এ দিকে, আজ থেকে পঞ্জাবে পুরোমাত্রায় শুরু হয়ে গেল স্কুল। সোমবার থেকে স্🍷কুলের সব ক্লাস চালু করার অনুমতি দিয়েছে সরকার। প্রায় এক বছর꧃েরও বেশি সময় বন্ধ থাকার পর আজ স্কুলে যেতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। কোভিড বিধি মেনে ক্লাস করানো হচ্ছে।