করোনাভাইরাসের দাপট যে কমে যায়নি, তা আবারও স্পষ্ট হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পরিসংখ্যানে। বিশ্বের সর্বোচ্চ স্বাস্থ্য প্রতিষ্ঠানের তরফে জানানো হল, গত সপ্তাহে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ শতাংশ বেড়েছে। ওই সময় প্রায় ৬৯,০০০ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মৃত্যুর খবর মিলেছে আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকেই। ইউরোপ ছাড়া সমস্ত মহাদেশে বেড়েছে মৃতের সংখ্যা। শুধু মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী হয়নি, গত সপ্তাহে বেড়েছে নয়া করোনা আক্রান্তের সংখ্যাও। রাষ্ট্রসংঘের স্বাস্থ্য সংক্রান্ত এজেন্সির পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে নয়া করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে আট শতাংশ। তার ফলে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৯.৪ কোটি (ওয়ার্ল্ডওমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার সকালে সেই সংখ্যাটা ১৯.৬ কোটি ছাড়িয়ে গিয়েছে)। এমনিতে বিশ্বের কয়েকটি প্রান্তে করোনার দাপট কিছুটা কমলেও কয়েকটি প্রান্তে আবার সংক্রমণ বাড়ছে। উদ্বেগ বাড়াচ্ছে ডেল্টা প্রজাতির করোনাভাইরাস। গত এক সপ্তাহে সবথেকে বেশি সংক্রমণের খবর মিলেছে আমেরিকা, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ব্রিটেন এবং ভারত থেকে। তবে ভারতে যে হারে নয়া আক্রান্তের হদিশ মিলছিল, গত সপ্তাহে সেই হারের তেমন হেরফের হয়নি। সার্বিকভাবে অবশ্য দৈনিক আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। মহারাষ্ট্র, কেরালা-সহ কয়েকটি রাজ্যের কয়েকটি নির্দিষ্ট এলাকায় সংক্রমণের হার নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার দেশে মোট ৪১,৬৭৮ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছিল। মৃত্যু হয়েছিল মোট ৬৪০ জনের। তারইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, গত সপ্তাহে যেভাবে করোনার সংক্রমণ বেড়েছে, তাতে আগামী দু'সপ্তাহে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে।