ছাড়পত্র পেয়ে গিয়েছে দুটি করোনাভাইরাস টিকা। দেশে টিকাকরণ প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তুতিও হয়ে গিয়েছে বলে দাবি কেন্দ্র🐽ের। সেইমতো সম্𓂃ভবত আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হতে পারে টিকাকরণ প্রক্রিয়া। যদিও চূড়ান্তভাবে কিছু এখনও জানানো হয়নি।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, ‘ড্রাই র⛦ান নিয়ে যে প্রতিক্রিয়া মিলেছে, তার উপর ভিত্তি করে সরকার জানিয়েছে যে জরুরি ভিত্তিতে করোনাভাইরাস টিকার অনুমোদনের ১০ দিনের মধ্যে⭕ কোভিড-১৯ টিকাকরণ চালু করতে প্রস্তুত আছে সরকার।’
সেইমতো ১৩ জানুয়ারি থেকে শুরু হতে পারে টিকা প্রদানের প্রক্রিয়া। কারণ গত রবিবার (৩ জানুয়ারি) জরুরি ভি❀ত্তিতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেককে করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছꦛেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভি জে সোমানি।
দেশে টিকাকরণ-পর্ব শুরুর আগে একনজরে দেখে নিন সেই সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ব🅘িℱষয়। একইসঙ্গে দেখে নিন আগেভাগে নথিভুক্ত করার জন্য কী কী তথ্য লাগবে -
কারা টিকা পাবেন?
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছে, টিকাকরণের প্রথম পর্যায়ে প্রায় ৩০ কোটি মানুষ টিকা পাবেন। প্রথমে স্বাস্থ্যকর্মী এবং করোনাভাইরাস যোদ্ধাদের টিকা প্রদান করা হবে। তারপর পঞ্চাশোর্ধ্বরা টিকা পাবেন। যে ব্যক্তি বা মহিলার বয়স ৫০-এর কম, কিন্তু কো-মর্বিডিটি আছে, তাঁ🍎দের টিকা দেওয়া হবে। তারপর কারা টিকা পাবেন, তা প্রতিষেধকের ডোজের প্রাপ্যতার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা টিকার জন্য কি বাধ্যতামূলকভাবে নথিভুক্ত (রেজিস্ট্রেশন) করতে হবে?
হ্যাঁ, করোনা টিকার জন্য বাধ্যতামূলকভাবে নাম 🥀নথিভুক্ত করতে হবে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে উপভোক্তাদের ফোনে মেসেজ পাঠানো হবে। যাঁরা টিকা পাবেন, তাঁদের নথিভুক্ত ফোন নম্বরে জানিয়ে দেওয়া হবে। একইসঙ্গে কোথায় টিকা প্রদান করা হবে, কখন দেওয়া হবে, সেই সংক্রান্ত তথ্যও ফোনে জেনে যাবেন।
তবে স্ব🦩াস্থ্যকর্মী এবং করোনাভাইরাস যোদ্ধাদের টিকার জন্য নাম নথিভুক্ত করতে হবে না। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব বলেছেন, ‘উপভোক্তা হিসেবে স্বাস্থ্যকর্মী এবং করোনাভাইরাস যোদ্ধাদের নাম নথিভুকꦿ্ত করতে হবে না। কারণ কো-উইন অ্যাপে তাঁদের তথ্য একত্রে গচ্ছিত আছে।’
রেজিস্ট্রেশন করার জন্য কি কি নথি লাগবে?
রেজিস্💞ট্রেশনের নিম্নলিখিত যে কোনও 🎀একটি সচিত্র পরিচয়পত্র লাগবে -
১) আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স 🦩বা জব কার্ড বা পেনশন সংক্রান্ত নথি বা পাসপোর্ট।
২) ক❀েন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনে জারি করা স্বাস্থ্য🐼বিমার স্মার্ট কার্ড।
৩) সাংসদ বা বিধায়ক বা বিধান পরি😼ষদের সদস্যের সরকারি পরিচয়পত্র।