অতিরি🥀ক্ত জেলাশাসক নবীন বাবুর মৃত্যুর ঘটনায় পুলিশকে তদন্তের নির্দেশ দিল কেরল মানবাধিকার কমিশন। অভিযোগ উঠেছে যে ফেয়ারওয়েলের দিন সকলের সামনে সৎ অফিসারকে দুর্নীতিবাজ বলে মিথ্যে বদনাম দিয়েছিলেন কান্নুর জেলা পঞ্চায়েত সভানেত্রী ত💞থা সিপিএম নেত্রী পিপি দিব্যা। সেই অপমানে অতিরিক্ত জেলাশাসক আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে। সেই ঘটনার পরই কান্নুর জেলা প্রশাসনকে নোটিশ পাঠিয়েছে মানবাধিকার কমিশন। জেলাশাসক এবং জেলার পুলিশ প্রধানকে তদন্ত শেষ করে দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত পুলিশের তরফে দাবি করা হয়েছে, নবীনের কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি।
যদিও সেইসবের মধ্যে সিপিএম নেত্রীর হয়ে সাফাই গেয়েছেন স্থানীয় বাম সদস্যদের একাংশ। বামেদের অপর অংশের অবশ্য সমর্থন পাননি দিব্যা। কান্নুরের সিপিএম জেলায় সচিবালয়ের তরফে জানানো হয়েছে যে নবীনের ফেꦰয়ারওয়েলের সময় দিব্যার ওরকম মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত ছিল। জনপ্রতিনিধিদের কানে মাঝেমধꩲ্যেই বিভিন্ন অভিযোগ আসে। কিন্তু সেটার প্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে তাঁদের সতর্ক থাকা উচিত।
অবসরের মুখে এসে দাঁড়িয়েছিলেন নবীন
যদিও পাথানামথিত্তার সিপিএমের নেতারা একেবারে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন দিব্যাকে। যে অফিসারের মৃত্যু হয়েছে, মঙ্গলবার তাঁর পাথানামথিত্তারই অতিরিক্ত জেলাশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণের কথা ছিল। রাজ্যের মন্ত্রী কে রাজন জানিয়েছেন, নিজের জেলা পাথানামথিত্তায় যাতে তাঁকে🐻 বদলি করা হয়, সেই আর্জি জানিয়েছিলেন নবীন। কারণ তাঁর অবসরের সময় এগিয়ে আসছিল। সেই আর্জি মঞ্জুরও হয়েছিল।
CPM নেত্রীকে আমন্ত্রণও জানানো হয়নি, দাবি সহকর্মীদের
সেইমতো সোমবার কান্নুরে নবীনের ফেয়ারওয়েলের আয়োজন করা হয়েছিল। সতীর্থরা জানিয়েছেন, জেলাশাসকের সামনেই তাঁর বিরুদ্ধে দিব্যা যে দুর্নীতির অভিযোগ করেছিলেন, তাতে অত্যন্ত ভেঙে পড়েছিলেন নবীন। দিব্যাকে আমন্ত্রণও জানানো হয়নি। বিনা আমন্ত্রণে চলে এসে নবীনের নামে মিথ্যে অভিযোগ করেছিলেন। আর মঙ্গলবার কান্নুরের কোয়ার্টার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। যেদিন তাঁর ট্রেনে করে পাথানামথিত্তায় পৌঁছানোর কথা ছিল। আর তারপর অতিরিক্ত জেলাশ🎃াসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করার কথা ছিল তাঁর।
সৎ অফিসার ছিলেন, বলেছেন খোদ মন্ত্রীই
সেই পাথানামথিত্তায় জেলা কমিটির তরফে নবীনের মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি তোলা হয়েছে। সিপিএমের সদস্য মোহনান তো পরꦏিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন যে দিব্যার মন্তব্যের বিরুদ্ধে যদি দলের তরফে কোনও তদন্ত না করা হয়, তাহলে মামলা দায়ের করবেন। অন্যদিকে নবীনের প্রশংসা করে মন্ত্রী রাজন বলেছেন, 'উনি একজন সৎ অফিসার ছিলেন। তিনি এমন একজন ছিলেন, যাঁর উপর দায়িত্ব দেওয়া যেত। যাঁকে ভরসা করা যেত।'