ভারতের প্রখ্যাত আইনজীবী ও প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগিকে ইনস্টাগ্রামে রীতিমতো হুমকি দিলেন ললিত মোদী। তাঁর দাবি,ꦿ মুকুল রোহাতগি তাঁর নাম উল্লেখ করতে গিয়ে 'পলাতক'(Fugitive) শব্দটি ব্যবহার করেছেন। আর তাতেই ক্ষুব্ধ আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত ললিত। তিনি বলেন, আইনজীবীদের একটু গসিপ করা এবং আলোচনা করার অভ্যাস রয়েছে। কিন্তু সেই গসিপে আমাকে 'পলাতক' বলা এড়িয়ে চলুন। তিনি বলেন, 'আমাকে মিস্টার মোদী বলে সম্বোধন করুন।'
ইনস্টাগ্রাম পোস্টে ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেলকে 'ছোটোখাটো' আইনজীবীও বলেন তিনি। সেই সঙ্গে বলেন, চাইলেই তিনি অজস্রবার তাঁকে কিনে বেচে দিতে পারেন। সবচেয়ে ভয়ানক বিষয় হল, 'পিঁপড়ের মতো পিষে দিতে পারি' বলতেও পিছপা হননি। আরও পড়ুন: Sushmita-Lalit: প্রমোদতরীকে রোদ পোহাচ্ছেন সুস্মিতা, গার্লফ্রেন্ডের হট ছবিতে ‘নটি’ মন্তব্য ললিতে🌜র
ললিত মোদী ই😼নস্টাগ্রামে মুকুল রোহাতগির একটি ছবি দেন। তারপর একটি লম্বা পোস্ট লেখেন। সেই পোস্টের কিছু লাইন পড়ে চমকে উঠছেন সকলে।
পোস্টে তিনি যা লিখেছেন:
শ্রদ্ধেয় মুকুল রোহাতগি। আমার কখনই আপনাকে দরকার পড়েনি। তাই আমার কাছে আপনার নম্বরও ছিল না। আপনার প্রতি আমার বরাবরই শ্রদ্ধা রয়েছে। কিন্তু আপনার ক্ষেত্রে আমার প্রতি শুধুই অবজ্ঞা রয়েছে। আমার বিনীত অনুরোধ, আপনি আর জীবনে কখনও আমাকে পলাতক বলবেন না। আপনি একজন ছোটখাটো আইনজীবী হতে পারেন। তবে এই পেশা আপনাকে কৌতুক অভিনেতা করে তুলেছে।
দেশের কোনও আদালত আমাকে এই পলাতক বলে ঘোষণা করলে, তখন আর আমি এই নিয়ে কিছু বলব না। প্রয়োজনে আমি নিজেই আপনাকে বলতে বলব। আমরা কাঁচের ঘরে থাকি। কিছু দেশে রাস্তাতেও হাঁটি। আমরা কেউ নিরাপদ না। সেদিন আমি আরেকটু হলেই একটি বাসে ধাক্কা খাচ্ছিলাম। জীবন অনেক ছোট।
আপনার কাছ থেকে আমি কোনও অনুগ্রহ চাই না। আপানাকে আমি কোনওদিনই আমার উকিল বানাবো না। তার জন্য আমার কাছে হরিশ সালভে আছেন। আপনি যদি আমার পরামর্শ গ্রহণ করবেন না বলে ঠিক করেন - সেক্ষেত্রে বলে রাখি, আমি ঈশ্বরের প্রিয় সন্তান। তিনিই আমাকে রক্ষা করেন। আমি আপনাকে দশ লক্ষ বার কিনে বেচে দিতে পারি। আপনার মক্কেলের জন্য যত খুশি লড়াই করুন। কিন্তু আমাকে শুধুমাত্র মিস্টার মোদী বলেই সম্বোধন করবেন।
খুব গঠনমূলক একটি পরামর্শ হিসাবে এটি নেবেন। আপনি আমাকে নিয়ে মজা করতেই পারেন। তাতে আমার কোনও সমস্যা নেই। কিন্তু আপনার জেনে রাখা উচিত, আপনার কংগ্রেস নেতারা কোনওদিনই ক্ষমতায় আসতে পারবেন না। আপনি আমার কাছে একটি পিঁপড়ের মতো। আপনা ভাগ্যটা ভাল যে আমি পিঁপড়ে পছন্দ করি। আর সেইজন্য পিষে দিচ্ছি না। তবে আমি সাফ জানিয়ে দিচ্ছি, প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়ায় যেখানেই এই জাতীয় কথা বলা হবে, সেখানে আমি আদালতে আপনাকে টেনে নিয়ে যাব। আমি জানি আপনি একজন আংশিক আইনজীবী, যিনি তাঁর মক্কেলদের সম্পর্কে পরচর্চা করেন। তাই সেটা নিয়ে আমি খুব একটা কিছু মনে করব না। জয় হিন্দ।
এটি পোস্ট করার খানꩵিক বাদেই তা ডিলিট করে দেন ললিত মোদী।
মুকুল রোহাতগির উপর ললিত মোদী রেগে গিয়েছেন বটে। তবে ভারতে তাঁকে পলাতকই ঘোষণা করা হয়েছে। ললিত মোদীই IPL-এর সূচনা করেছিলেন। তাঁর বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ ছিল। ২০১০ সালে তিনি ব্রিটেনে চলে যান। আজতকের রিপোর্ট অনুযায়ী, তিনি বর্তমানে লন্ডনের স্লোয়ান স্ট্রিটে একটি বিলাসবহুল বাংলোতে থাকেন। তাঁর মোট সম্পদ আনুমানিক প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা। ইনস্টাগ্রামে প্রায়শই বিভিন্ন বিলাসবহুল পর্যটন কেন্দ্র ভ্রমণ, দামি সুপারকার, ব্যক্তিগত বিমানে যাত্রার ছবি শেয়ার করেন ললিত মোদী ও তাঁর পরিবার। এছাড়া মাঝে মাঝেই IPL-এর মাধ্যমে তিনি কীভাবে ভারতীয় ক্রিকেটকে শক্তিশালী করেছেন, সেই কথাও মনে করিয়ে দেন। তাঁকে সবাই বুঝতে ভুল করেছেন বলেও দুঃখ প্রকাশ করেন। আরও পড়ুন: Nirav Modi: নীরব মোদীর ভল্ট খুলতেই বহুমূল্য💛 গয়না, হংকং থেকে বাজেয়াপ্ত ২৫৩ কোটি
মুকুল রোহাতগি কী বললেন?
মুকুল রোহাতগি সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী। মোদী সরকারের প্রথম মেয়াদে দেশের অ্যাটর্নি জেন🐻ারেল ছিলেন তিনি। এরপর সরকার তাঁকে ফের এই পদে পুনর্নিযুক্ত করতে চেয়েছিল। তবে তিনি রাজি হননি। মুকুল রোহাতগি বাজপেয়ী সরকারের আমলেও সলিসিটরꦆ জেনারেল ছিলেন।
ললিত মোদীর সাম্প্রতিক পোস্ট সম্পর্কে আজতকে প্রতিক্রিয়া দিয়েছেন দুঁদে আইনজীবী। তিনি দাবি করেন, এখনও পর্যন্ত সেই পোস্টটিই পড়েননি। কিন্তু এসবে তিনি পাত্তা দেন না। ℱকেউ কী বলল তাতে কিছু যায় আসে নাꦜ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক