আগামী সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় পরিণত হতꦡে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ। সেই পরিস্থিতিতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মোতায়েন করা হয়েছে। তꦰৈরি রাখা হয়েছে ভারতীয় সেনা, নৌবাহিনী, বায়ুসেনা এবং উপকূলরক্ষী বাহিনীকে। বৃহস্পতিবার সেই সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় মৌসম ভবন জানিয়েছে যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপাসা💫রে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ঘনীভূত হয়ে সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই পূর্বাভাস মিলে গেলে যাতে ক্ষয়ক্ষতি এবং প্রাণহ𓃲ানি আটকানো যায়, সেজন্য কেন্দ্রীয় সংস্থা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখেন স্বরাষ্ট্র সচিব। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথের উপর নিয়মিত নজর রাখার পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দিয়েছেন।
কীরকম প্রস্তুতি আছে?
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে পোর্ট ব্লেয়ারে এনডিআরএফের একটি দল মোতায়েন আছে। প্রস্তুত আছে আরও দল। প্রয়োজনে আকাশপথে আন্দামানে উড়িয়ে ๊আনা হবে। সেইসঙ্গে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি রুখতে আন্দামান এবং নিকোবর প্রশাসন প্রস্তুত আছে। রয়েছে পর্যাপ্ত ত্রাণ। তৈরি রাখা হয়েছে ভারতীয় সেনা, নৌবাহিনী, বায়ুসেনা এবং উপকূলরক্ষী বাহিনীকে। প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেন্দ্রীয় মন্ত্রকগুলিকে। কেন্দ্র জানিয়েছে, মাছ ধরা, ঘুরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন।