ডেয়ারি মিল্কের সেই বিজ্ঞাপনটা মনে আছে? ক্রিকেট খেলার মাঠে প্রেমিক ছক্কা হাঁকালেন। টানটান উত্তেজনার মধ্যে ম্যাচ জিতলেন। ডেয়ারি মিল্ক হাতেই মাঠে ছুটে ঢুকে এলেন প্রেমিকা। ন👍তুন রূপে ফিরল সেই বিজ্ঞাপন। তবে এবার একটু রদবদল হয়েছে। আর তাতেই আবেগে ভেসেছেন নেটিজেনরা।
নব্বইয়ের দশকের অন্যতম আ🌄ইকনিক বিজ্ঞাপন ছিল এটি। শুধুমাত্র এর জেরেই মডেল শিমোনা রাশির খ্যাতি বেড়ে যায় বহু গুণ। তাঁর নামই হয়ে যায় ক্যাডবেরি গার্ল। আর সেই সময় থেকেই পাল্টে যায় কিছু ভাবনা। ভারতীয়দের মধ্যে এর আগে চকোলেট মানেই ছোটদের খাবার বলে ধারণা ছিল। কিন্তু ধীরে ধীরে পাল্টাত♎ে থাকে সেই ধারণা।
সেই বিজ্ঞাপনটাই ফিরিয়ে এনেছে ডেয়ারি মিল্ক। তবে এবার জেন্ডার রোল পাল্টে দেওয়া হয়েছে। এক মহিলা ক্রিকেটারকে ব্যাট করতে দেখা গিয়েছে। আর তাঁকে সাপোর্ট করতে দেখা গিয়েছে তাঁর প্রেমꦬিককে। প্রতিটা ফ্রেম হুবহু একই রকম। বিশেষত গানটা, 'আসলি স্বোয়াদ জিন্দেগি কা।'
দেখুন সেই ভিডিয়ো:
এই ভিডিয়োর মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে মেয়েদের অবদানও স্ꦦমরণ করা হয়েছে। ব্যব🐻হার করা হয়েছে #GoodLuckGirls হ্যাশট্যাগ।