বৃদ্ধা শাশুড়ির সেবা যত্ন করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছিল বউমা। তা থেকে মুক্তি পেতে শেষে শাশুড়িকে ফ্লাইং প্যান দিয়ে আঘাত করে খুন করে ফেললেন বউমা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায়। এই ঘটনায় পুলিশ꧂ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে। ধৃতের নাম শর্মিষ্ঠা সোম। মৃতার নাম হাসি সোম (৮৬)।
জানা গিয়েছে, ওই বৃদ্ধা বাতের সমস্যায় ভুগছিলেন। আ🍬দতে তিনি পশ্চিমবাংলার বাসিন্দ𒈔া। ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত তিনি পশ্চিমবাংলায় একা ছিলেন। এরপর বৃদ্ধা মায়ের দেখভালের জন্য সুরজিৎ সোম তাঁকে নিজের কাছে দিল্লিতে নিয়ে রাখেন। মায়ের জন্য একটি ফ্ল্যাটও ভাড়া নিয়েছিলেন তিনি। এরপর গত ২৮ এপ্রিল ফ্ল্যাট থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। বৃদ্ধার দেহ ফ্ল্যাটের রান্নাঘর থেকে উদ্ধার করা হয়। তাঁর মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। তবে প্রথমে এটিকে খুনের ঘটনা বলে ধারণাই করতে পারেননি বৃদ্ধার ছেলে সুরজিৎ। তিনি পুলিশকে জানান, ত🉐াঁর মা দীর্ঘদিন ধরে বাতের ব্যথায় ভুগছিলেন এবং হাঁটতে সমস্যা হচ্ছিল। সেই কারণে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে। পরে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যায় ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। এরপর ফ্ল্যাটের বেডরুমে থাকা সিসিটিভি ক্যামেরা বাজেয়াপ্ত করে পুলিশ। তবে তাতে কোনও স্টোরেজ ছিল না। তবে সুরজিৎ জানান, ফোনে ক্যামেরা থেকে সরাসরি দেখার ব্যবস্থা রয়েছে। কারণ তিনি তাঁর মায়ের প্রতিদিনের রুটিন দেখে থাকেন। তিনি পুলিশকে আরও জানান, ঘটনার দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ক্যামেরা কাজ করছিল না।