ইটভাটায় আগুন ধরাতে গিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। আচমকা বিস্ফোরণ ঘটল চিমনিতে। ঘটনায় মৃত্যু হল দুই নাবালক সহ অন্তত ৫ জনের। এছাড়াও ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শুকಌ্রবার সন্ধ্যায় ঘ🔯টনাটি ঘটেছে অসমের কাছাড় জেলার কলাইনের লখিপুর এলাকায়।
শ্রমিকরা জানান, ই🦋ট তৈরির জন্য চিমনিতে তাঁরা আগুন ধরিয়েছিল𝓡েন। সেই সময় হঠাৎ চিমনিতে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল কর্মী। তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ২০ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন। তাদের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এসএমসিএইচ) রেফার করা হয়।🅺 কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকার্য।
সার্কেল অফিসর মিনার্ভা দেবী বলেন,▨ ‘ইটভাটায় কয়লাতে আগুন লাগার ফলে আগুন নেভাতে অনেকটাই সময় লেগে যায়। ভিতরে যারা আটকে ছিল তাদের সকলকেই আমরা উদ্ধার করেছি। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্ৰবার বিকেল ৪টে নাগাদ। বিস্ফোরণে মৃতদের নাম হল-- ইমাম মৌলানা আলম সুফিয়ান, সুনীল পাসোয়ান, মাদানী পাসোয়ান, আশ্ৰাফুল ইসলাম এবং রাহাত খান। এরমধ্যে ইমাম ও রাহাতের ঘটনাস্থলে মৃত্যু হয়। বাকি তিনজন শিলচর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে মারা যান।