আত্মনির্ভর সপ্তাহ পালনের অংশ হিসেবে ভারতের বিভিন্ন অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি বেশ কয়েকট🌌ি যুদ্ধ সরঞ্জাম বৃহস্পতিবার উদ্বোধন করলেন প্♈রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
দিল্লির এক অনুষ্♏ঠানে তৃতীয় প্রজন্মের জন্য ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য দূর নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম ‘নমিকা’ ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী উদ্বোধন করেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরি নির্মিত নতুন ৮.৬X৭০ মিমি স্নাইপার রাইফেল ‘নাগ’, তিরুচিরাপল্লি অর্ডন্যান্স ফ্যাক্টরি নির্মিত ডুয়াল ক্যালিবার অ্যান্টি-মেটেরিয়াল রাইফেল এবং টি-৯০ ট্যাঙ্কে ব্যবহারের জন্য কম্যান্ডার্স থার্মাল ইমেজার কাম ডে সাইট-এর উন্নত সংস্করণ, যা তৈরি হღয়েছে দেরাদুনের অপটো ইলেকট্রনিক ফ্যাক্টরিতে।
অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড-এর তরফে কলকাতার প্রধান দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে যে, নমিকা-তে ব্যাবহার করা হয়েছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত পদাতিক বাহিনীর ব্যবহারযোগ্য সামরিক বাহন, যা জলে ও স্থলে চলাচলে দক্ষ। এই যান তৈরি করেছে মেডকের অর্ডন্যান্স ফ্যাক্টরি এবং দেরাদুনের সেনা গবেষণ𒆙া কেন্দ্র (DRDL)। নমিকা ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম থেকে একই সঙ্গে ২০ সেকেন্ডের ব্যবধানে ৬টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব।
শত্রুপ ক্ষের বাঙ্কার, হাল্কা সাঁজোয়া গাড়ি, রাডার ব্যবস্থা ইত্যাদি ধ্বংস করতে অব্যর্থ 💛১৪.৫/২০ মিমি অ্যান্টি মেটে𝔍রিয়াল রাইফেল।
এ ছাড🌃়া, টি-৯০ ট্যাঙ্কের ব্যবহারের জন্য ౠতৈরি থার্মাল ইমেজারটি রাতে ৮,০০০ মিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তু হ্নিত করতে সক্ষম। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সমস্ত সামরিক সরঞ্জাম বেশ কিছু বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে বলে জানিয়েছে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড।