এক্সিট পোলের পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে দিল্লিতে ফের জিতল আম আদমি পার্টি। গত বারের মতোই ভোট শতাংশের হারে পেলেও, আসনের নিরিখে কিছুটা শ্লথ আপের জয়রথ। তবুও শেষ বিচারে কেজরি ইজ কিং, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হ൩তে চলেছেন তিনি।
প্রায় ৩৯ শতাংশ ভোট পেয়েও এখনও পর্যন্ত মাত্র ৮ আসনেই এগিয়ে বিজেপ♋ি। ৪ শতাংশ ভোট পেয়ে কার্যত মুছে গিয়েছে কংগ্রেস।
৭০ আসন বিশিষ্ট দিল্রি লোকসভার জন্য ভোটগ্রহণ করা হয়েছিল ৮ ফেব্রুয়ারি। সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হয়। ২০১৫ সালে ৭০ আসনের মধ্যে ৬৭ জিতেছিল আম আদ🙈মি পার্টি।
অভিনন্দন জানালেন মোদী
ইস্তফা দেবেন কি, বলছেন না মনোজ তেওয়ারি
অরবিন্দ কেজরিওয়ালিকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন দিল্লি বিজেপি প্রধান মনোজ তেওয়ারি। তিনি ইস্তফা দেবেন কিনা, সেই প্রশ্ন যদিও এড়িয়েছেন তিনি। আসন সংখ্য▨া মাত্র চারটি বাড়লেও গতবারের থেকে ভোট বেড়েছে ছয় শতাংশ, এতেই সান্তনা পাচ্ছেন বিজেপি সাংসদ।প্রথম পরীক্ষাতেই ব্যꦗর্থ জেপি নাড্ডা। তার নেতৃত্ব প্রথম রাজ্য নির্বাচনে শোচনীয় পরাজয় বিজেপির। এদিন টুইট করে নাড্ডা বলেন যে আপকে অভিনন্দন। দায়িত্বশীল বিরাধীর দায়িত্ব বিজেপি পালন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
জিতলেন মণীশ সিসোদিয়া
দীর্ঘক্ষণ পিছিয়ে থাকার পর পতপরগঞ্জ থেকে জিতলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। শেষ দুই রাউন্ডে খেলা ঘোরালেন তিনি। অন্যদিকে অনেকক্ষণ পিছিয়ে থাকার পরেও শেষবিচꦡার🦩ে ১১ হাজারের বেশি ভোটে কালকাজি থেকে জিতলেন আতিশি।
জয় নিশ্চিত আপের, হারছেন সেনাপতি
উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া প্রায় ১৩ꩵ০০ ভোটে পিছিয়ে। সবমিলিয়ে ৫৭ আসনে এগিয়ে আপ, ১৩ আসনে বিজেপি। কালকাজি আসনে ২০৪৭ ভোটে এগিয়া আতিশি।
আপ জিতছে, শক্ত লড়াইয়ের মুখে কেজরিওয়ালের সেনাপতিরা
নিউ দিল্লি আসনে প্রায় ছয় হাজার ভোটে এগিয়ে কেজরিওয়াল। অন্যদিকে পতপরগঞ্জে, ৭৫৪ ভোটে পিছিয়ে মণীশ সিসোধিয়া। ওখলায় পিছিয়ে আপের আমানুতুল্লাহ। আপের নেতা অতিশি মারলেনা এখনও পর্যন্ত মাত্𒈔র ছয় ভোটে এগিয়ে।
ব্যবধান বাড়াচ্ছে আপ
গত এক ঘণ্টায় আরও নিজেদের দখল শক্ত করেছে আম আদমি পার্টি। আপাতত ৫৮ আসনে এগিয়ে আপ, বিজেপি ১২ আসনে। আনন্দে মেতেছেন আ🌳পের সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে কথা ব🌃লবেন কেজরিওয়াল। হারের পর ইভিএম নিয়ে অজুহাত দিয়েছেন দিগ্বিজয় সিং।
মোট দশ শতাংশ ভোট গণনা হয়েছে
এখনও পর্যন্ত দশ শতাংশ ভোট গণনা হয়েছে। আপ এগিয়ে ৫১ আসনে, বিজেপ🐻ি ১৯ আসনে। একটি আসনেও এগিয়ে নেই কংগ্রেস। কেবল দুটি আসনে দ্বিতীয় স্থানে সোনিয়া গান্ধীর দল। এখনও পর্যন্ত বিজেপি ৪০.৯০ শতাংশ ও আপ ৫১.৪ শতাংশ ভোট পেয়েছে।
ভোট শতাংশে খুব কাছে বিজেপি ও আপ
নির্বাচন কমিশনে♓র ওয়েবসাইটে ২০ আসনের ট্রেন্ড এসেছে। ১০ আসনে এগিয়ে আপ, ১০ আসনে বিজেপি। বিজেপি পাচ্ছে ৪৬.৩৫ শতাংশ, আপ ৪৭.৯০ শতাংশ।
লিড ধরে রাখছে আপ
৫২ আসনে এগꦿিয়ে আপ, ১৮ আসনে বিজেপি। কংগ্রেস একটি আসনে লিড পেলেও ফের পিছিয়ে গিয়েছ।
হাফ-সেঞ্চুরি আপের প্রাথমিক ট্রেন্ডে
হা꧅ফ-সেঞ্চুরি পেরোল আপ। সব আসনের লিড এসꩵে গিয়েছে, ৫৩ আসনে এগিয়ে বিজেপি।১৬ আসনে কংগ্রেস, ১ আসনে আপ।
আপের লিড পেরোল ৩৬
এখনও পর্যন্ত আশা ট্রেন্ড অনুযায়ী, তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন কেজরিয়াওল।৫৩ আসনের মধ্য ৪০ আসনে🌜 এগিয়ে আপ, ১৩ আসনে বিজেপি
জিতছে আপ, প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী
হুহু করে আসছে ট্🐲রেন্ড। ৩৩ আসনে এগিয়ে🃏 আপ, ১০ আসনে বিজেপি
২৩ আসনের লিড সামনে
১৭ আসনে এগিয়ে আপ, ছয় আসনে বিজেপি।
শুরু হল ভোটগণনা
সকাল আটটায় শুরু হয়েছে ভোটগণনাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ। প্রথমে পোস্টাল ব্যালট কাউন্ট করা হবে