এবার ১৮ বছরের ছোটদেরও করোনা টিকা দেওয়ার আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্তౠ্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন এই প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, 'আমরা দেဣখতে পাচ্ছি যে ১৮ বছরের ছোটরাও করোনা আক্রান্ত হচ্ছে। অনেকেই মারাও গিয়েছে। এই পরিস্থিতিতে যদি করোনা টিকা সুরক্ষিত হয়ে থাকে তাহলে তা ছোটদেরও দেওয়া হোক। যদি তা না হয়, তাহলে আমার আশা শীঘ্রই আরও সুরক্ষিত ভ্যাকসিন তৈরি করা হবে।'
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্♛দ কেজরিওয়াল ঘোষণা করেন, ১৮ বছরের ঊর্ধ্ব☂ে সকলের জন্য বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এদিন কেজরিওয়াল বলেন, 'দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে, ১৮ বছরের বেশি বয়সি সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে।'
দিল্লির মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, আজ দিল্লি সরকার নতুন করে ১.৩৪ কোটি ভ্যাকসিন কেনায় সিলমোহর দিয়েছে। আমরা দ্রুত এই 𒊎পরিমাণ ভ্যাকসিন কেনার ব্যবস্থা করব। এবং তা বিনামূল্য সাধারণ মানুষকে দেব।
তব🐎ে কেজরিওয়াল জানান, কেবলমাত্র সরকারি হাসপাতালেই বিনামূল্যে ভ্যাকসিন মিলবে। বেসরকারি হাসপা♋তাল থেকে পয়সা দিয়ে ভ্যকসিন কিনতে হবে। উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রায় ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নিজেদের রাজ্যে ১৮ ঊর্ধ্ব নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেবেন বলে জানিয়েছিলেন।