কাজে আসেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার, বিজেপির আক্রমণাত্মক প্রচার। বরং আবারও দিল্লির মসনদে বসতে চলেছে আদ আদমি পার্টি (আপ)। ꦓঅত্যন্ত এমনটাই ইঙ্গিত মিলছে ব𓆉ুথফেরত সমীক্ষায়। প্রতিটি বুথফেরত সমীক্ষাতেই এগিয়ে রয়েছে আপ। কয়েকটি সমীক্ষায় আপের আসন সংখ্যা কমলেও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দল। বরং কয়েকটি সমীক্ষা অনুযায়ী, বিজেপির আসন একলাফে অনেকচা বাড়তে চলেছে।
তবে প্রত্যাশামতো বিজেপি এই বুথফেরত সমীক্ষায় গুরুত্ব দিতে চাইনি। গেরুয়া শিবিরের দাবি, আগামী মঙ্গলবার ফল সম্পূর্ণ উলট🌊 হবে। যদিও আপের দাবি, ꦫবুথফেরত সমীক্ষার থেকেও আসন বাড়বে তাদের।
গতবারের তুলনায় বেশি আসন পেতে পারে আপ, ইঙ্গিত ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথফেরত সমীক্ষায়
ইন্ডিয়া টুডে♔-অ্যাক্সিস বুথফেরত সমীক্ষাতেও এগিয়ে রয়েছে আপ। ৫৯-৬৮ টি আসন পাবে আপ, এমনটাই পূর্বাভাস ব𝓰ুথফেরত সমীক্ষার। অন্যদিকে, ২-১১ টি আসন পেতে পারে বিজেপি। কোনও আসন পাবে না কংগ্রেস।
ABP News-C Voter বুথফেরত সমীক্ষাতেও আপ ঝড়
ABP News-C Voter বুথফেরত সমীক্ষাতেও আপ ঝড়। সমীক্ষা অনুযায়ী ৪৯-৬৩ টি আসন পাবে 🐻আপ। বিজেপির দখলে যেতে পারে ৫-১৯ টি আসন। কংগ্রেসে পেতে পারে চারটি আসন।
আপের দখলে আসতে চলেছে দিল্লি, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়
বুথফেরত সমীক্ষায় এগিয়ে আপ।
রিপাবলিক-জন কী বাত সমীক্ষাতেও এগিয়ে আপ
রিপাবলিক-জন কী বাত সমীক্ষাতেও এগিয়ে আপ। ৪৮-৬১ টি আসন পাবে কেজরিওয়ালে🧸র দল। ৯-২১ টি আসন যেতে পারে বিজেপির দখলে। কংগ্রেসের দখলে একটি আসন যেতে পারে।
টাইমস নাও সমীক্ষাতে এগিয়ে আপ, আসন সংখ্যা বাড়বে বিজেপির
টাইমস নাও-আইপিএসওএস সমীক্ষা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পাবে আপ। তবে গতবারের থেকে আসন সংখ্যা অনেকটা নেমে দাঁড়াবে ৪৪। অন্যদিকে বিজেপির আসন সংখ্যা একলাফে বেড়ে দাঁড়াতে পারে ২৬ টি আসন। 𝓡দিল্লিতে কংগ্রেস খাতা খুলতে পারবে না বলেই টাইমস নাও বুথফেরত সমীক্ষার ইঙ্গিত।
News X-NETA সমীক্ষায় আপ ঝড়,কেজরির দল পেতে পারে ৫৩-৫৭ আসন
News X-NETA বুথফেরত সমীক্ষায় আদ আদমি পার্টির (আপ) ঝড়ের পূর্বাভাস। আপের দখলে যেতে পারে ৫৩-৫৭ টি আসন। বিজেপ𒁏ি পেতে পারে ১১-১৭ টি আসন। সর্বাধিক দুটি আসনে জয়লাভ করতে পারে কংগ্রেস।
কিছুক্ষণ পরই বুথফেরত সমীক্ষার ফল আসবে
আর কিছুক্ষণের মধ্যেই সামনে আসবে বুথফেরত সমীক্ষার ফলাফল। সেদিকেই নজর সাꦯরাদেশের।