সন্তান প্রাপ্তবয়স্ক হলেই একজন বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। এক ব্যক্তির আবেদনে এমনটাই বলল দিল্লি হাইকোর্ট। ১৮ বছরের পর ছেলের পড়াশোনার খরচ দেওয়া থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন ওই ব্যক্তি।বিবাহ বিচ্ছেদের পর থেকে মাসে ১৫ হাজার টাকা করে স্ত্রীকে দিতে হয় ওই ব্যক্তিকে। ছেলের পড়াশোনা, ভরণপোষণের জন্য এই মাসিক খরচ দেওয়ার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। সেই সময়ে আদালতের রায় অনুযায়ী ছেলে স্নাতক বা উপার্জন শুরু না করা পর্যন্ত এই টাকা দিতে হবে।তবে, এর বিরুদ্ধে পাল্টা মামলা করেন ওই ব্যক্তি। আদালতের কাছে তিনি বলেন, তাঁর ছেলে ইতিমধ্যেই ১৮ বছর বয়সী এবং আইনত প্রাপ্তবয়স্ক।ওই ব্যক্তির অনুরোধ প্রত্যাখ্যান করে, হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ বলেন, বৈবাহিক পরিস্থিতি যাই হোক, একজন অভিভাবককে অবশ্যই তাঁর সন্তানের ভরণপোষণ করতে হবে। ১৮ বছর পেরিয়ে গেলেও তাঁর ছেলে আর্থিকভাবে স্বাবলম্বী নন। ফলে বাবা হিসাবে তাঁর খরচ, পড়াশোনার টাকা দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে।'এই বয়সে আপনার পুত্র সম্ভবত দ্বাদশ পাশ করেছেন বা কলেজের প্রথম বর্ষে পড়ছেন। এই বয়সেই নিজের ও পড়াশোনার খরচ চালানোর পরিস্থিতি তাঁর নেই,' জানিয়ে দেন বিচারপতি।আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, ছেলের পুরো খরচ মায়ের উপরেও ছেড়ে দেওয়া যাবে না।