জেরার জন্য প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে আজ তলব করেছে সিবিআই। এর আগে গতকালই এই মামলায় স্বস্তি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। দিল্লি হাই কোর্টে মামলার আবেদন করেছিলেন আরিয়ান খানকে গ্রেফতার করা অফিসার। এই আবহে সিবিআই জানিয়ে দেয়, আরিয়ান মꦗামলায় দুর্নীতির অভিযোগে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করবে না তারা। এদিকে দিল্লি হাই কোর্ট সমীর ওয়াংখেড়েকে বন্বে হাই কোর্টে যেতে বলেছে। এদিকে ওয়াংখেড়ে আদালতে দাবি করেন যে এনসিবির ডেপু🐓টি ডিজি জ্ঞানেন্দ্র সিংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করতে হবে। তবে এই গোটা মামলা নিয়ে বম্বে আদালতের দ্বারস্থ হতে বলা হয়েছে সমীর ওয়াংখেড়েকে।
প্রসঙ্গত, এনসিবির অনুরোধেই সংস্থার প্রাক্তন জোনাল হেড সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই। সেই তদন্ত থেকে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। এই সমীর ওয়াংখেড়েই মাদক মামলায় গ্রেফতার করেছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খানকে। এই আবহে সিবিআই তদন্ত নিয়ে সমীর বলেছেন, 'আমার দেশপ্রেমের পুরস্কার দেওয়া হচ্ছে।' তবে সিবিআই দাবি করেছে, ও🤡য়াংখেড়ে এবং এনসিবির প্রাক্তন কর্তা আশিস রঞ্জন দুর্নীতির সঙ্গে যুক্ত। এই আধিকারিকদের আয়ের সঙ্গে সম্পত্তির হিসেবে গরমিল রয়েছে। এদিকে সমীরের꧂ বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদেশ যাত্রার বিষয়ে সব সত্যি কথা জানাননি অফিসে। এমনকী বিদেশ যাত্রার খরচ সম্পর্কেও অফিসে ভুল তথ্য দিয়েছেন।
সিবিআই-এর এফআইআর থেকে জানা যাচ্ছে, সমীর ওয়াংখেড়ে নাকি ভাইরাল রঞ্জন নামক এক ব্যক্তিকে দামী দামী ঘড়ি বিক্রি করেছেন। তিনি সেই বিষয়ে নিজের দফতরকে জানাননি। এই আবহে সেই ঘড়ির উৎস কী এবং এই ঘড়ি সমীর নিজে কিনে থাকলে সে টাকা তিনি কোথা থেকে পেয়েছিলেন, তা নিয়ে ধন্দ রয়েছে। এই সবের সঙ্গে দুর্নীতির যোগ রয়েছে বলে দাবি করছে সিবিআই। এদিকে আরিয়ান খান মামলায় অনেক ত্রুটি ছিল। আরিয়ানকে না ফাঁসানোর শর্তে এনসিবির সাক্ষী কেপি গোসাভি ২৫ কোটি ঘুষ চেয়েছিল। এই গোসাভির সঙ্গে সমীর ওয়াংখেড়ের সম্পর্ক বেশ গভীর বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি দিল্লি, মুম্বই, কানপুর, রাঁচি সমেত একাধিক জায়গায় এই দুর্নীতি কাণ্ডে তল্লাশি চলেছে। প্রসঙ্গত, আরিয়ান মামলায় বিতর্কের পরে সমীর ওয়াংখেড়েকে বদলি করে দেওয়া হয়েছিল চেন্নাইতে। সেখান🐟ে তিনি আয়কর দফতরের কম গুরুত্বপূর্ণ পদে যোগ দিয়েছিলেন। আর এখন সিবিআই তদন্তে উঠে আসছে সমীরের বিরুদ্ধে নয়া নয়া অভিযোগ।