দিল্লির ত্রিপুরা ভবনে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। এই অভিযোগ উঠেছে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মেবারকুমার জমা🌜তিয়ার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দিল্লীর কৌটিল্য মার্গ থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে একাধিক জামিল অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তিনি আইপিএফটি দলের বিধায়ক ছিলেন এবং ত্রিপুরার আদিবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন।
গতকাল অভিযোগকারী তরু🧸ণী এবং প্রাক্তন মন্ত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্র﷽ে জানা গিয়েছে, ওই তরুণী ত্রিপুরার বাসিন্দা। তিনি দিল্লির একটি কলেজে পড়াশোনা করেন। ত্রিপুরা ভবন থেকেই তিনি পড়াশোনা করছেন। সেখানে গত মঙ্গলবার ওই কলেজ ছাত্রীকে শ্লীলতহানি এবং ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। কোনওভাবে অভিযুক্তের হাত থেকে রেহায় পেয়ে তিনি পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ত্রিপুরা ভবনে হানা দিয়ে প্রাক্তন মন্ত্রীকে প্রথমে আটক ও পরে জಌিজ্ঞাসাবাদ করে। এরপর তাঁকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, অভিযোগকারী তরুণী এক বিজেপি নেতার ঘনিষ্ঠ। সে ক্ষেত্রে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ধৃত মন্ত্রী। ইতিমধ্যেই দিল্লির ত্রিপুরা ভবনের যুগ্ম আবাসিক কমিশনার রঞ্জিত দাস ত্রিপুরা সরকারের কাছে এবিষ🍸য়ে চিঠি দিয়ে পুরো বিষয়টি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়িয়েছে।