জꦐামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে পড়ুয়াদের উপরে পুলিশের লাঠিচার্জের ভিডিয়োর পাশাপাশি নতুন𓄧 এক ভিডিয়ো ঘিরে রহস্য ঘনাল।
রবিবার জামিয়া কো-অর্ডিনেশন কমিটি প্রকাশিত ৪৫ সেকেন্ডের ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, রিডিং হলে বসে থাকা পড়ুয়াদের উপরে বেধড়ক লাঠিচার্জ করছেন উর্দিধারী পুলিশকর্মীরা। কমিটির 🐟দাবি, ১৫ ডিসেম্বর সিএএ বিরোধী বিক্ষোভের জেরে এম.এ/এম.ফিল বিভাগের রিডিং হলে আশ্রয় নেওয়া পড়ুয়াদের উপরে নিগ্রহ চালায় দিল্লি পুলিশ।
ফুটেজে দেখা গয়েছে, পুলিশ ঢোকার আগে রিডিং হলে প্রবেশ করা ছাত্রছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেককেই দেখা যায় মরিয়া হয়ে আত্মগোপন করার চেষ্টা করছেন। কয়েকজন রিডিং হলের টেবিল দরজার সামনে টেনে প্রতিরোধ গড়ার চে🌃ষ্টা করেন। এরপর সেখান পুলিশ ঢুকে পড🤡়ুয়াদের নির্বিচারে লাঠিপেটা করতে থাকে। কয়েকজন পড়ুয়া বাইরে বেরোনোর চেষ্টা করলে তাঁদেরও বেধড়ক মারধর করা হয়।
এই ভিডিয়ো নিয়ে বিরোধীদের আক্রমণের মাঝেই এ দিন দ্বিতীয় একটি ভিডিয়ো ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। দিল্লি পুলিশের তরফে প্রচারিত এই ভিডিয়ো ফুটেজে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্꧑ববিদ্যালয়ের সেই রিডিং হলে আশ্রয় নিতে আসা এক ছাত্রের হাতে পাথরের টুকরো দেখা গিয়েছে। পুলিশের দাবি, এমনই কিছু ‘সশস্ত্র’ পড়ুয়া ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল।