উদ্বেগজনক ঘটনা। উত্তরবঙ্গের মতো উত্তরপ্রদেশ💃েও অজানা জ্বরের প্রকোপ। করোনার প্রকোপ কমেনি এখনও। এর মধ্যেই উত্তরপ্রদেশের কানপুর জেলায় অজানা ভাইরাল জ্বরে অন্তত ১২জনের মৃত্যু। এদিকে গ্রামের অনেকেরই ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। কিন্তু সকলেরই নেগেট♔িভ ফলাফল হয়েছে। স্বাস্থ্য দফতরের আধিকারিক এক আধিকারিক একথা জানিয়েছেন। কিন্তু কিভাবে মৃত্যু হল তাঁদের তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে। এব্যাপারে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে অডিট কমিটি তৈরি হয়েছে।
এদিকে কানপুরের অতিরিক্তি মুখ্꧋য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুবোধ প্রকাশ বলেন, বাড়ির কোথাও মশার লার্ভা জন্মাচ্ছে সেব্যাপারে সমীক্ষা করা হচ্ছে। আমাদের মেডিকেল টিমও বিভিন্ন জায়গায় কাজ করছে। এদিকে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মাস খানেক ধরেই এলাকায় ভাইরাল জ্বরের প্রকোপ রয়েছে। প্রায় ২৫০জন হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। এর মধ্যে শিশুরাও রয়েছে। তখন কয়েকজনের ম্যালেরিয়া ও ডেঙ্গুও ধরা পড়েছিল। কিন্তু মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় শিশু হাসপাতাল সূত্রে খবর, অন্তত ২০০ জন শিশু জ্বর, টিবিতে ভুগছে। ১৫-২০জন শিশু ভাইরাল জ্বরে ভুগছে। তবে তাদের অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। একজন শিশুর ডেঙ্গু ধরা পড়েছে। এদিকে ইতিমধ্যেই ফিরোজাবাদেও অজানা জ্বরের প্রকোপ রয়েছে। সেখানেও একাধিক মেডিক্যাল টিম কাজ করছে। এদিকে স্বচ্ছভারত মিশনের ডিরেক্টর এসবি সিংও পরিস্থিতি খতিয়ে দেখতে ফিরোজাবাদ গিয়েছেন। এলাকাকে পরিচ্ছন্ন করার ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। লার্ভানাশকও এলাকায় স্প্♑রে করা হচ্ছে।