এবার লাইনচ্যুত আগরতলা-🅠লোকমান্য তিলক এক্সপ্রেস। অসমের দিবালাং স্টেশনের কাছে এই দুর✃্ঘটনা। ট্রেনের ইঞ্জিন সহ ৮টা কামরা বেলাইন হয়ে গিয়েছে।
সূত্রের খব🎀র, আগরতলা ছেড়ে যাচ্ছিল মুম্বইয়ের দিকে। বেলা ৩টা ৫৫ মিনিট নাগাদ ডিবালং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরেই এলাকায় যায় উদ্ধারকারী টিম। রেলের পদস্থ ক🅺র্তারাও ঘটনাস্থলে যান।
তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ১২৫২০ আগরতলা-এলটিটি এক্সপ্রেস ডিবালং স্টেশনের কাছে বেলাইন হয়ে যায়। লামডিং স্টেশনের ক✤াছে এই দুর্ঘটনা হয়। তবে হতাহতের কোনও খবর নেই। সকলেই নিরাপদে রয়েছেন। রেলকর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে। এই রেল দুর্ঘটনার জেরে হেল্পলাইন নম্বর দেও🐎য়া হয়েছে। সেই নম্বরগুলি হল- 03674 263120, 03674 263126 ।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এক্স হ্যান্ডেলে লিখেছেন, লোকমান্য তিলক এক্সপ্রেসের সকলে নিরাপদে রয়েছেন এটা জেনেও খুব স্বস্তি লাগছে। কয়েকটি কামরা বেলাইনܫ হয়ে গিয়েছিল। তবে গতি কম থাকার জন্য বড় কোনও প্রভাব পড়েনি। কারোর আহতꦉ হওয়ার খবর আসেনি। এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার গোটা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গত ১১ অক্টোবর চেন্নাইয়ের কাছে কাভারাইপেট্টাই স্টেশনের কাছে রেল দুর্ঘটনা ঘটেছিল বলে খবর। মহীশূর-দ্বারভাঙা বাগমতি এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ। সূত্রের খবর এক্সপ্রেস ট্রেনটি অন্ধ্রপ্রদেশের দিকে য๊াচ্ছিল। সেই সময় আচমকাই দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ বাঁধে। চারটি ক✨ামরা বেলাইন হয়ে যায়। এদিকে ঘটনার জেরে বগিতে আগুন লেগে যায় বলে খবর।
তারও আগে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা হয়েছিল। সেই স্মৃতি উসকে দিয়ে ফের ট্রেন দুর্ঘটনা। প্রাথমিকভাবে মনে করা😼 হচ্ছিল লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পেছনে ধাক্কা দিয়েছিল যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনটি।
প্রাথমিকভা꧒বে জানা গিয়েছিল, সিগন্যালের সমস্যার জেরে এই দুর্ঘটনা হয়েছে। চেন্নাই সেন্ট্রাল থেকে দিল্লিগামী তামিলনাড়ু এক্সপ্রেস সহ একাধিক ট্রেন চলাচলে সমস্য☂া দেখা দিয়েছে।
তব✨ে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। চেন্নাই সেন্ট্রাল থেকে প্রায় ৪১ কিমি দূরে এই দুর্ঘটনা হয়েছিল বলে খবর। বাগমতী এক্সপ্রেসের ১২টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছিল।
এদিকে দুর্ঘꦛটনার জেরে চেন্নাই-গুদুর সেকশনে ট্রেন চলাচল ব্যহত হয়েছিল। বিভিন্ন স্টেশনে একের 𒆙পর এক ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, গুদুরের দিকে যাওয়ার জন্য বাগমতী এক্সপ্রেসকে সিগন্যাল দেওয়া হয়েছিল। সেই সময় ট্🌠রেনটি ♛লুপ লাইনে ঢুকে পড়ে। সেখানে আগে থেকেই মালগাড়ি দাঁড়িয়ে ছিল।কিন্তু এটা চালকের ভুলে নাকি প্রযুক্তিগত কারণে হয়েছে সেটা পরিস্কার নয়।
সেই দুর্ঘটনার রেশ কা🌱টার আগেই এবার অসমে বেলাইন যাত্রীবাহী ট্রেন।&♍nbsp;