ডাইরেক্টরেট অফ সিভিল এভিয়েশন বুধবার দুটি স্পাইস জেটের বিমানকে তালিকার বাইরে করে দিল। আইরিশ সংস্থা হরাইজন এভিয়েশনকে তারা ইজারা বাবদ ভাড়া মেট🌳ায়নি বলে অভিযোগ। ডিজিসিএ জানিয়েছেন, বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট রেজিস্টার করা হয়েছিল VT-SPU হিসাবে আর ৭৩৭-৯০০ইআর এয়ারক্রাফটকে রেজিস্টার করা হয়েছিল VT-SGQ নামে করা হয়েছে। দুটি বিমানকেই ডিরেজিস্টার করা হয়েছে।
এয়ারক্রাফট বাবদ যে বকেয়া সেটা এই বিমান সংস্থা মেটায়নি বলে ♏অভিযোগ।
হরাইজন এভিয়েশন এই দুটি বিমানকে ডি রেজিস্টার করার জন্য আবেদন করেছিল। ডিজিসিএ পাঁচদিনের মধ্যে বকেয়া মেটানোর জন্য বিমান সংস্থাকে নির্দেশ 🗹🐲দিয়েছিল। এর আগে AWAS Ireland ltd আবেদন করেছিল স্পাইস জেটের দুটি বিমানকে ডিরেজিস্টার করা হোক। তাদেরও বকেয়া মেটায়নি বলে অভিযোগ।
এদিকে এয়ারলাইন্সের চেয়ারম্য়ান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং জানিয়েছেন, বিমান সংস্থার ৬০টি বিমান আছে। এই বছরের শেষে আরও সাতটি নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স এয়ারক্রাফট আনা হচ্ছে🅠।
তবে ইজারাবাবদ বকেয়া না মেটানোর বিষ🌳য়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে সাম্প্রতিক অতীতে একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে ডিজিসিএর নজরে রয়েছে স্পাইস জেট। তার মধ্যেই এবার ইজারা সংক্রান্ত জটিলতাও সামনে এল।