পুশ ব্যাক করার সময় বিপত্তি। সেই সময়ই ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা স্পাইস জেটের বিমানের। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন যাত্রীরা। তাঁরা সকলেই নিরাপদে আছেন। তবে বিমানের ডানা ও পোল দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকালে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট এই দুর্ঘটনার কবলে পড়ে। ডিজিসিএর ডিরেক্টর জেনারেল অরুন কুমার জানিয়েছেন, বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পার্ক করা ছিল। একজন এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার ও দুজন উইং ওয়াকারের তত্ত্বাবধানে এয়ারক্রাফটটিকে পুশব্যাক করা হচ্ছিল। এদিকে স্পাইস জেটের এসজি ১৬০ ফ্লাইটটি দিল্লি থেকে জম্মু যাওয়ার কথা ছিল। সেই সময় পুশব্যাক করার জন্য বিমানের ডানদিকে ডানাটি ওই পোলের সঙ্গে ধাক্কা লাগে।বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এরপর বিকল্প একটি এয়ারক্রাফটকে ব্যবস্থা করা হয়। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা হল? বিমানবন্দরের আধিকারিকদের মতে, ট্যাক্সি লাইন এফ-৬ পর্যন্ত বিমানটিকে পেছনে নিয়ে যাওয়া উচিত ছিল। সেটাই নিয়ম। কিন্তু সেটি ট্যাক্সি লাইন পেরিয়ে অ্যাপ্রনের কাছাকাছি চলে আসে। এর জেরেই অ্য়াপ্রনের লাইন পোলে লেগে যায়। এদিকে এর জেরে এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীকে নতুন করে আর ডিউটি দেওয়া হয়নি। এর মধ্যে পাইলট, AME, Wing Walkers, Push Back Operators সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।