সর্বহারা ভবঘুরেকে ভরপেট খাইয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, খুন হওয়া যুবকের নাম তোফাজ্জল হোসেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করা হচ্ছে। সেই তোফাজ্জলকে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে খুন করা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যা নাগাদ। (আরও পড়ুন: 'পশ্চিমবঙ্গের বিচার🥀ব্যবস্থা🥃র ভাবমূর্তি নষ্টের চেষ্টা',সুপ্রিম কোর্টে ধমক খেল CBI)
আরও পড়ুন: থ্রেট কালচার খতম করতে সাসপেন্ড ৪০ ডাক্তারি পড়ুয়া, শাস্তির মুখে পꦯ্রাক্তন অধ্যক্ষ
আরও পড়ুন: রাজ্য⛦ের কথায় আন্দোলনের মোড় বদল ডাক্তারদের? দাবি RG কর দুর্নীতি মামলার আইনꦓজীবীর
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে ভবঘুরে তোফাজ্জলকে আটক করে বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়ারা। এরপর ফজলুল হক হলের গেস্টরুমে নিয়ে গিয়ে মারধর করা হয় তোফাজ্জলকে। অভিযুক্তরা সবাই শিক্ষার্থী বলেই দাবি করা হচ্ছে। এরপর তোফাজ্জল তাঁদের কাছে দাবি করেন যে তিনি চোর নন, শুধু একটু খাবার চান। এই আবহে তোফাজ্জলকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়ান পড়ুয়ারা। তোফাজ্জলের সেই খাওয়ার ভিডিয়ো এখন ভাইরল সোশ্যাল মিডিয়া। সেখানে খেয়ে নাকি তোফাজ্জল খাবারের প্রশংসা করেছিলেন। এরপর তাঁকে ফের গেস্টরুমে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে ফের মারধর শুরু করে পড়ুয়ারা। সেই গণপিটুনিতেই মৃত্যু হয় তোফাজ্জলের। সেই গণপিটুনির ভিডিয়োও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। (আরও পড়ুন: সন্দ♚ীপকে নিয়ে বড় ঘোষণা সরকারের, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পকেটে পড়ল চাপ)
আরও পড়ুন: DVC-র জল ছাড়ায় সায় ছিল রাজ্য়েরও? বন্য﷽ার আবহে সামনে নয়া তথ্য
আরও পড়ুন: খলিস্তানির মামলার জের, মার্কিন আদালতে তꩵলব ভারতীয় আধিকারিকদের, মুখ খুলল দিল্লি
রিপোর্ট অনুযায়ী, রাত ১২টা নাগাদ তোফাজ্জলের দেহ নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজে। সেখানে তাঁকে সরকারি ভাবে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যে পড়ুয়ারা তোফাজ্জলের দেহ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাঁরা সেখান থেকে পালিয়ে যান। তোফাজ্জলের মামাতো বোন বাংলাদেশের একটি খবরের চ্যানেলক𓆉ে বলেন, পড়ুয়ারা নাকি রাত ১১টা নাগার তোফাজ্জলের জন্য৩৫ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছিল মামার কাছে। জানা গিয়েছে, প্রায় আটবছর আগে বাবাকে হারিয়েছিলেন তোফাজ্জল। তিনবছর আগে𓂃 ক্যানসারে মারা যান তোফাজ্জলের মা। এদিকে দাবি করা হচ্ছে, তোফাজ্জল যেই মেয়েকে ভালোবেসেছিলেন, তাঁর অন্যত্র বিয়ে হয়ে যায়। ব্যক্তিগত জীবনে এই সব ধাক্কার জেরে নিজে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তোফাজ্জল। মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন তিনি। এহেন এক যুবককে ভরপেট খাইয়ে নৃশংস ভাবে খুন করা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।