বড় পদক্ষেপ রাজ্য়সভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের। তা নিয়ে বিতর্কও তুঙ্গে উঠেছে। একাধিক স্ট্যান্ডিং কমিটির সঙ্গে তিনি তাঁর 🍬দফতরের আটজন আধিকারিককে যুক্ত করে দিলেন। রাজ🌳্যসভার আওতায় এগুলি কাজ করে।
ধনখဣড়ের অফিসার্স অন স্পেশাল ডিউটি রাজেশ এন নায়েক, অখিল চৌধুরী, অভ্যুদ্যয় সিং শেখাওয়াত, দীনেশ ডি কৌস্তভ সুধাকর বি, প্রাইভেট সেক্রেটারি সুজিত কুমার, অতিরিক্ত প্রাইভেট সেক্রেটারি সঞ্জয় ভার্মা, সিনিয়র পিএস অদিতি চৌধুরীকে তিনি ১২টি কমিটি ও আটটি পার্লামেন্টারি স্ট্যান্ডিং ক🌄মিটির মধ্য়ে যুক্ত করে দিলেন।
এদিকে প্রাক্তন লোকসভা সচিব জেনারেল পি শ্রীধরন জানিয়েছেন এই ধরনের নিয়োগ একেবার𝐆েই অস্বাভাবিক। মূলত লোকসভার সচিবালয়ের আধিকারিকদেরই এই সংꦛসদীয় কমিটিতে রাখা হয়। তাদেরকে দক্ষতার ভিত্তিতে নিয়োগ করা হয়।
তিনি জানিয়েছেন, এটা কিছুটা অস্বাভাবিক। কারণ ওই অফিসার্সদের ভাইস প্রেসিডেন্টের অফিসের ব্যক্তিগত স্টা🌞ফ হিসাবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু সচিবালয় সংক্রান্ত সহযোগিতার জন্য় আলাদা শাখা রয়েছে। 🏅সেখান থেকেই সচরাচর আধিকারিকদের নেওয়া হয়।
এদিকে গত ৭ মার্চ একটি ইন্টারনাল অর্ডার বেরিয়েছিল। সেখানে বলা হয়েছিল এই আধিকারিকদের নির্দিষ্ট কমিটির সঙ্গে যুক্ত করা হল। পরবর্তী✅ নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা ওই কমিটির সঙ্গে যুক্ত থাকবেন।
এই ১২টি কমিটি ও ৮টি ডিপার্টমেন্ট সংক্রান্ত স্ট্য𒁃ান্ডিং কমিটি সবট꧒াই রাজ্যসভা কেন্দ্রিক।
এই কমিটিগুলি ছাড়াও একাধিক যৌথ কমিটিও রয়েছে। সেখানে লোকসভা ও রাজ্য়সভার উভয়েরই সদস্য় থাকেন। এছাড়াও একাধไিক কমিটি নানা ইস্যুর ভিত্তিতেও ꦓতৈরি করা হয়।
এদিকে এই নয়া নিয়োগ অনুসারে নতুন আধ🐓িকারিকরা তাঁদের সংশ্লিষ্ট কমিটির মিটিংয়েও উ💫পস্থিত থাকতে পারবেন।
অর্ডার অনুসারে দেখা যাচ্ছে, ধনখড়ের অফিসার্স অন স্পেশাল ডিউটি রাজেশ এন নায়েক বিজনেস অ্য়াডভাইসরি কমিটিতে থাকছেন। জেনারেল পারপাস কমিটি ও হোম অ্যাফেয়ার্স সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতেও তিনি থাকছেন। দীনেশ ডি কৌস্তভ সুধাকর বি ট্রান্সপোর্ট, টুরিজম সংক্রান্ত কমিটিতে থাকছেন।, প্রাইভেট সেক্রেটারি সুဣজিত ক🌼ুমার আইটি ম্যানেজমেন্ট সংক্রান্ত কমিটিতে থাকছেন। অন্যান্যরাও নানা কমিটির মধ্য়ে সংযুক্ত হয়েছেন।