আজ, অর্থআত্ ৭ মে দেশের সব থেকে বড় ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিজিটাল সার্ভিস ব্যাহত হবে বলে জানিয়ে দিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। একটি টুইট করে ব্যাঙ্কের তরফে জানানো হয়, ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণের জেরে এসবিআই-এর যাবতীয় ডিজিটাল সার্ভিস বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।ব্যাঙ্কের তরফে টুইট করে লেখা হয়, '৭ মে ১০টা ১৫ মিনিট থেকে ৮ মে ভোট ১টা ৪৫ মিনিট পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই সময়ে INB/YONO/ YONO Lite/ UPI সার্ভিস কাজ করবে না। আমরা এই সময়ে গ্রাহকদের হতে চলা অসুবিধার জন্যে দুঃখিত।' উল্লেখ্য, গতমাসেও রক্ষণাবেক্ষণের জেরে ব্যাঙ্কের YONO, YONO লাইট, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI সহ ডিজিটাল প্ল্যাটফর্মের সার্ভিস ব্যাহত হয়েছিল। দেশ জুড়ে এসবিআই-এর ২২ হাজারটি শাখা রয়েছে। তাছাড়া ৫৭ হাজার ৮৮৯টি এটিএম রয়েছে। ব্যাঙ্কের ৮৫ মিলিয়ন ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহারকারী গ্রাহক রয়েছেন, ১৯ মিলিয়ন মোবাইল ব্যাঙ্কিং ব্যবহারকারী গ্রাহক রয়েছন। শুধু YONO-র ব্যবহারকারীর সংখ্যাই ৩৫ মিলিয়নের উপরে। এছাড়া এসবিআই-এর ইউপিআই ব্যবহার করেন ১৩৫ মিলিয়ন গ্রাহক।