রূপান্তরকামীদের ট্রোল করার শাস্তি। মাদ্রাজ হাইকোর্ট জো মাইকেল প্রবীন নামে এক ইউটিউবার𓄧কে নিꦍর্দেশ দিয়েছে তাকে অপ্সরা রেড্ডি নামে এক রূপান্তরকামীকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অপ্সরা রেড্ডি হলেন রূপান্তরকামী সেলিব্রিটি তথা এআইএডিএমকের মুখপাত্র।
তবে গুগল অবশ্য় ওই ইউটিউবারকে অন্তত ১০টি ভিডিয়ো আপলোড করার অনুমতি দিয়েছিল বলে খবর।൲🧸 তবে গুগলের বিরুদ্ধে কোনও জরিমানার নির্দেশ দেওয়া হয়নি। কারণ এই ভিডিয়ো নিয়ে আপত্তি উঠতেই সেই ভিডিয়োগুলিকে মুছে ফেলা হয়েছিল।
গত ৪ জানুয়ারি🌃 বিচারপতি এন সতীশ কুমার এই নির্দেশ জারি করেছিলেন। তিনি অবশ্য গোটা ঘটনায় গুগলকে সতর্ক করে দেন। তিন💜ি গুগলকে সতর্ক করে জানান, আগামীদিনে যাতে এই ধরনের ঘটনা না হয় সেটা গুগলকে অবশ্য়ই দেখতে হবে।
অপ্সরা ১.২৫ কোটি ক্ষতিপূরণ চেয়েছিলেন। তার উপর ৩৬ শতাংশ বার্ষিক সুদও চেয়েছিল। কারণ তাঁর অভিযোগ ছিল 💙এই ধরনের ভিডিয়ো করার জেরে তাঁর ব্যপক ক্ষতি হয়েছে। তিনি এটাও চেয়েছিলেন যে আদালত যেন নির্দেশ দেয় যাতে গুগল এই ধরনের ভিডিয়োগুলি মুছে দেয়। অপ্সরার অভিযোগ ছিল, তাকে টার্গেট করা হয়েছিল কারণ তিনি ওই ইউটিউবারের সঙ্গে একযোগে কাজ করতে চ༒াননি। এমনকী তিনি যখন একটি ম্যাগাজিনের এডিটর ছিলেন তখনও তিনি এই ধরনের কাজ করতে চাননি।
এদিকে বার বার নোটিশ দেওয়ার পরেও জো আদালতে আসতে চাইতেন না। কার্যত ৫ꦬ০ লাখের যে ক্ষতিপূরণ সেটা একপক্ষের মতামত শোনার ভিত্তিতেই হয়।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিচারপতি এন সতীশ কুমারের পর্যবেক্ষণ, এ🗹কজন ব্যক্তির ইউটিউবে ভিডিয়ো পোস্ট করার অধিকার রয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে তিনি তাঁর সীমা লঙ্ঘন করে যাবেন। এই ধরনের ভিডিয়ো পোস্ট করার অধিকার থাকতেই পারে। কিন্তু এনিয়ে একটা সীমা থাকাও দরকার।
একটা সময় রূপান্তরকামীদের নানা ভাবে হেনস্থা করা হত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এনিয়ে সমাজে কিছুটা হলেও সচেতনতা🗹 গড়ে ওঠে। কিন্তু তারপরেও কেন এই ধরনের ভিডিয়ো পোস্ট করা হল তা নি𒊎য়ে প্রশ্ন ওঠে।