মাথাব্যথা ও নার্ভের সমস্যা🐭 নিয়ে এক আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু তাঁর অভিযোগ, চিকিৎসক তাকে ওষুধের বদলে হাতে ধরিয়ে দিয়েছেন লেবু ও ছাই। তাই আশ্বাস ওই ছাই ল🤡েবুতেই সারবে তাঁর রোগ। ফি হিসাবে ৫০ হাজার টাকা নিয়েছে ওই চিকিৎসক, এমনটাই অভিযোগ করেছে রোগী।
হায়দরাবাদের এলবি নগর পুলিশ স্টেশন সূত্রে খবর, ওই চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি তিনি পুলিশকে বলেন,'আমি যখন আযি চিকিৎসকের কাছে আমার মাথার এবং নার্ভের সমস্যার বিষয়ে বলি, তিনি আগে ওষুধ দেওয়ার বদলে একটি লেবু ও ছাই দেন। ওই চিকিৎসক গত অমাবস্যার দিন আমাকে আসতে বলেন এবং তিনি তার পুজোর ঘরে আমাকে নিয়ে যান। ঘরে গিয়ে মন্ত্র পড়তে থাকেন। তার পর তিনি আমাকে দশকর্মার সামগ্রীর একটা তালিকা ধরিয়ে দেন, বল𝄹েন বাকি ক্রিয়াকর্ম করতে ওই জিনিসগুলি লাগবে।' তার পর তিনি ৫০ হাজার টাকা নেন।
(পড়তে পারেন। নড়তে চড়তেই বেলা কা🉐বার! বিরাট ভুঁড়ি নিয়ে শাস্তির মুখে অসমের ১৭৪৮ পুলিশ)
ওই ব্যক্তি তৎক্ষণাৎ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জান♓িয়েছে তা🌳রা অভিযোগ পেয়েছ। কিন্তু এখনও তদন্ত শুরু করেনি। ওই চিকিৎসকের বিরুদ্ধে আগে এ ধরণের তাদের কাছে আসেনি।
তবে, ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমিডিস অ্যাক্ট (১৯৫৪) অনুযায়ী ওষুধের নামে ঝোড়ফুক বা কালা জাদু করা বেআইনি। ওই আইন 𓃲অনুযায়ী অভিযুক্ত জেল ও জরিমানা দুই হতে পারে।