বি👍এসএফের তরফে এবার নির্দেশ দেওয়া হয়েছে এক স্নিফার কুকুরের গর্ভবতী হওয়ার ঘটনা ঘিরে। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ♛র ছউনিতে মোতায়েন থাকা এই কুকুর কীভাবে গর্ভবতী হল, তা নিয়ে রয়েছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর পেতেই এবার খোঁজ শুরু হয়েছে।
উল্লেখ্য, উচ্চ নিরাপত্তাযুক্ত একটি জোনে ওই কুকুর কীভাবে গর্ভবতী হয়ে গেল তা নিয়ে রয়েছে প্রশ্ন। ওই কুকুরকে যে প্রশিক্ষণ ও পরিবেশে রাখা হত তা তার গর্ভবতী হওয়ার উপযুক্ত নয়। বিএসএফের কড়া বিধির আওতায় থাকা কুকুরের গর্ভ🅷বতী হওয়ার ঘটনায় বেশ খানিকটা উদ্বেগ রয়েছে। জানা যাচ্ছে, কুকুরগুলির হ্যান্ডেলারদের দ্বারা এই কুকুরকে সর্বদা কড়া প্রহরায় রাখা হয়। সেই কড়া নজরদারির মাঝেও কুকুরটি গর্ভবতী হওয়ায় নানা দিক থেকে সন্দেহ জꦓাগছে। জানা গিয়েছে, ইন্দো বাংলাদেশ সীমান্তের শিলংয়ে বিএসএফের ছাউনিতে ওই কুকুরের গর্ভবতী হওয়ার ঘটনা উঠে আসে। নিয়ম অনুযায়ী, বিএসএপের আওতায় থাকা কুকুররা একবারই জন্মদান করতে পারে, তাও ফোর্সের পশু বিশেষজ্ঞদের নজরদারিতে। সেখানে ভেটেনারি চিকিৎসকের তত্ত্ববধানে থেকে তারা সন্তানের জন্ম দিতে পারে। ফলে নতুন করে ওই কুকুরের গর্ভবতী হওয়ার ঘটনা স্বভাবতই শিরোনাম কেড়েছে।
জানা গিয়েছে, বিএসএফের ম🍌হিলা কুকুর ল্যাসি তিনটি শাবকের জন্ম দিয়েছে। শিল♛ংয়ের বাগমারা সীমান্তের বর্ডার পোস্টে ই পাপিদের জন্ম দেয় সে। জানা গিয়েছে, কড়া নজরদারির মধ্যে থাকা কুকুরগুলিকে অন্য কোনও কুকুরের সামনে আনা হয়না। সেই জায়গা থেকে এই ঘটনা নিয়ে স্বভাবতই সন্দেহ জাগছে। আপাতত তদন্তের রিপোর্টের পর বিএসএফ কোন পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে সকলে।