চলতি বছর রাজ্যসভা থেকে অবসর নিচ্ছেন ৭৭ জন সাংসদ। যার মধ্যে বেশ কয়েকজন রয়েছেন হেভিওয়েট সাংসদ। সেই তালিকায় রয়েছেন পি চিদাম্বরমের মতো হেভিওয়েট নেতারা। সেইসঙ্গে, রয়েছেন বিজেপি-র বহু হেভিওয়েট নেতা। এবার যে কয়েকজন হেভিওয়েট নেতা রাজ্যসভা থেকে বিদায় নিচ্ছেন তাদের হয়তো সংসদের উচ্চকক্ষের আর দেখা যাবে না। তাই ৭৭ জন সাংসদকে বিদায়ী সংবর্ধনা জানাতে নিজের বাসভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। সেই অনুষ্ঠানে গানের সুরে কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকে কৌশলী বার্তা দিলেন তৃণমূল সাংসদ দোলা সেন। সেখানে উপস্থিত বহু বিরোধী সাংসদদের সামনে তিনি গাইলেন, ‘বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান…’ রবীন্দ্র সংগীত। দর্শকের আসনে বসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর গানে হাততালিও দিতে দেখা যায় নাড্ডাকে। বাংলার জামাই জেপি নাড্ডা বাংলা বেশ ভালই বোঝেন। তবে বিজেপিকে নিশানা করে গাওয়া দোলার গান জেপি নাড্ডা বুঝেছেন কিনা সে প্রশ্নের উত্তর অবশ্য জানা যায়নি। তবে দোলা সেন জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ধরনের গান বেছে নিয়েছেন।প্রসঙ্গত ৩১ মার্চ উপরাষ্ট্রপতির বাসভবনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখপাত্র সুখেন্দু শেখর রায়। পাশাপাশি এই অনুষ্ঠানে গান গেয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, ডিএমকের ত্রিরুচি শিবা এবং আম আদমি পার্টির সঞ্জয় সিং। গান,বাজনা, নাচ, কবিতা প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে সাংসদরা একে অপরকে সম্মান প্রদর্শন করেন।