একদা 'ব্লু স্টেট' হিসেবে পরিচিত পেনসিলভেনিয়ায় এবার হাড্ডাহাড্ডি লড়াই। গত ২০১৬ সালের নির্বাচনে এই প্রদেশে জিতেছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। যদিও ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প হেরে গিয়েছিলেন এই প্রদেশে। এবারের নির্বাচনে পেনসিলভেনিয়া প্রদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এই আবহে পেনসিলভেনিয়ায় জিততে মরিয়া কমলা হ্যারিস এবং ট্রাম্প দু'জনেই। আর এরই মাঝে ভোটের দিন ট্রাম্প অভিযোগ করলেন, ফিলাডেলফিয়ায় নাকি ভোটে কারচুপি হয়েছে। উল্লেখ্য, পেনসিলভেনিয়া প্রদেশের সর্ববৃহৎ শহর হল ফিলাডেলফিয়া। এর আগে ২০২০ সালেও এই প্রদেশে হেরে ট্রাম্প কারচুপির অভিযোগ তুলেছিলেন। যদিও তাঁর সেই দাবি ধোপে টেকেনি সেবার। আর এবারও সরকারি ভাবে জানানো হচ্ছে, ট্রাম্পের দাবি পুরোপুরি ভুয়ো, ভিত্তিহীন। (আরও পড়ুন: কমলার হয়ে কি 'কলকাঠি নেড়েছে♍' সুন্দরের গুগল? 'ভুল স্বীকার' টেক সংস্থার)
আরও পড়ুন: ভোটের ফলে আমের𝔉িকায় তৈরি হতে পারে কোন পরিস্থিতি? ভা♔রতের ওপর পড়বে কোন প্রভাব?
এদিকে ট্রাম্প নিজের দাবির পক্ষে কোনও প্রমাণ দেখাননি। তবে নিজের 'ট্রুথ সোশ্যালে' পাবলিকান প্রার্থী লেখেন, 'শোনা যাচ্ছে ফিলাডেলফিয়ায় ব্যাপক কারচুপি হচ্ছে।' পরে এই নিয়ে ফিলাডেলফিয়ার কমিশনার সেথ ব্লুস্টাইন দাবি করেন, এই দাবির কোনও ভিত্তি নেই। উল্লেখ্য, ব্লুস্টাইন নিজে একজন রিপাবলিকান। তিনি বলেন, 'ফিলাডেফিয়ায় ভোটিং খুব নিরাপদে হচ্ছে এবং সুরক্ষিত ভাবে হচ্ছে।' (আরও পড়ুন: কার দিকে পাল্লা ভারী? নির্বাচনী ফলের 'আভাস' দিলেন ওবামা, মাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর্কিনিদের করলেন সতর্ক)
২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যখন পেনসিলভানিয়া জিতে নিয়েছিলেন, তখন জোর ধাক্কা খেয়েছিলেন ডেমোক্র্যাটরা। ঐতিহাসিক ভাবে 'ব্লু সেট' হিসেবে পরিচিত পেনসিলভেনিয়া এখন 'সুইং স্টেট'। অর্থাৎ, যেকোনও দিকেই মার্কিন নির্বাচনের খেলা ঘুরিয়ে দিতে পারে এই রাজ্য🐬। ২০১৬ সালের আগে বিগত প্রায় তিন দশক ধরে এই রাজ্যে একছত্র আধিপত্য বিস্তার করে ছিল ডেমোক্র্যাটরা। তবে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন🔴ের থেকে মুখ ফিরিয়েছিলেন পেনসিলভেনিয়র ভোটাররা। তবে খুব একটা বেশি ব্যবধানে এই রাজ্যের রং 'লাল' হয়নি সেবার। ২০১৬ সালে পেনসিলভেনিয়ায় মোট ৬১ লাখ ভোট পড়েছিল। আর ট্রাম্পের জয়ের ব্য়বধান ছিল মাত্র ৪৫ হাজার। তবে ২০২০ সালের নির্বাচনে এই পেনসিলভেনিয়া ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন ট্রাম্প। ফের এখানে ডেমোক্র্যাটদের নীল ঝান্ডা উড়িয়েছিলেন জো বাইডেন। তবে এবার এই রাজ্যে কী হবে? প্রাথমিক ভোট গণনায় এই রাজ্যে আপাতত এগিয়ে আছেন কমলা হ্যারিস।
উল্ল🙈েখ্য, এবারের মার্কিন নির্বাচনে 'সুইং স্টেট' হিসেবে বিবেচিত হচ্ছে মোট ৭টি প্রদেশ। তার মধ্যে অন্যতম হল পেনসিলভেনিয়া। পেনসিলভেনিয়ার ইলেক্টোরাল কলেজের সংখ্যা ১৯। এক শতক আগে এই প্রদেশের ইলেক্টোরাল কলেজের সংখ্যা ছিল ৩৮। তবে ১৯-এও যে খেলা ঘুরতে পারে, তা জানেন কমলা এবং ট্রাম্প। কারণ সুইং স্টেটগুলির মধ্যে সর্বোচ্চ সংখ্যক ইলেক্টোরাল কলেজ আছে এই পেনসিলভেনিয়াতেই। তাই তো শেষ বেলায় পেনসিলভেনিয়াতে পড়ে থেকেই প্রচার চালিয়েছিলেন কমলা। আর শেষ বেলায় ট্রাম্পও পেনসিলভেনিয়ায় এসেছিলেন।