২০২০ সালের নির্বাচনের পরে হার মানতে অস্বীকার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকী ক্যাপিটল হিলে তাঁর অনুগামীরা হামলা চালিয়েছিল সেখানে। আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে সেটা একটি কালো অধ্যায়। ২০২৪ সালের নির্বাচনেও ফের প্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই আবহে প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা দেশবাসীকে সতর্ক করলেন। পাশাপাশি দাবি করলেন, এই লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছেন। এই আবহে মার্কিন ভোটারদের ধৈর্য ধরতেও অনুরোধ করেন তিনি। (আরও পড়ুন: বিজ্ঞানী মা ছিলেন ব্রাহ্মণ কন্যা, 'গণতন্ꦓত্রের পাঠ' দেন দাদু, রইল কমলার 'আদি কথা')
আরও পড়ুন: মার্কি🦩ন নির্বাচন যেন 'দক্ষিণ ভারতীয় মিনি ডার্বি', একদিকে কমলা, অপরদিকে ঊষা
সোশ্যাল মিডিয়া পোস্টে ওবামা লেখেন, 'আজ নির্বাচনের দিন। লক্ষ লক্ষ আমেরিকানরা নির্বাচনে অংশ নেবেন। তাঁরা বিশ্বকে দেখাবেন যে তারা কীসের পক্ষে দাঁড়িয়ে আছেন।' এদিকে ভোটারদের উদ্বুদ্ধ করতে ওবামা লেখেন, 'ভোট দিয়ে আপনারা সকলেই আমাকে নিজেদের ভোটিং স্টিকার দেখান।' তিনি ঘোষণা করেন, আজ দিনভর সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের ভোটিং স্টিকারের ছবি তিনি শেয়ার করবেন। আর এই সবের মাঝেই সবাইকে 'সতর্ক' করলেন ওবামা। (আরও পড়ুন: ২৫০ বছর আগে যেথায় আমেরিকার꧙ জন্ম, সেই পেনসিলভেনিয়াই ভবিষ্যতের দিশা দেখাবে USA-কে?)
২০২০ সা🍌লের কথা মনে করিয়ে ওবামা পৃথক এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, '২০২০ সালে প্রতিটি ব্যালট গণনা সম্পন্ন হতে বেশ কয়েক দিন লেগে গিয়েছিল। তাই আজ রাতে হয়ত আমরা ভোটের চূড়ান্ত ফলাফল পাব না। তাই কিছু বিষয় মাথায় রাখবেন: হাজার হাজার ভোটকর্মী আর দেশ জুড়ে কাজ করছেন। তাঁদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করবেন। তাঁদের শ্রদ্ধা করবেন। কোনও খবরই শূত্র যাচাই না🍨 করে ছড়িয়ে দেবেন না। নির্বাচনী প্রক্রিয়াকে নিজের গতিতে এগোতে দিন। প্রতিটি ব্যালট গুনতে সময় লাগে।'
উল্লেখ্য, মার্কিন নির্বাচনের যে ফল আপাতত সামনে আসছে, তা আদতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের 'পূর্বাভাস'। দীর্ঘদিন ধরে 'এপি'-র পূর্বাভাস নির্ভুল হয়ে আসছে। এই আবহে সেটাকেই এক প্রকার 'ধ্রুব সত্যি' মেনে নেওয়া হয়। ২০২০ সালেও এপি-র ফলা꧋ফলের ভিত্তিতেই বাইডেন জয়ের ঘোষণা করেছিলেন। তবে প্রথা মেনে হার স্বীকার করেননি ট্রাম্প। এই আবহে মার্কিন মুলুকে অরাজকতা দেখা দিয়েছিল। এবারও ফের নির্বাচনী ময়দানে আছেন ডোনাল্ড ট্রাম্প। এহেন পরিস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়াই হলে ফের দেশে কোনও 'অশান্তি' না ছড়িয়ে পড়ে, এই আশঙ্কাই যেন ফুটে উঠেছে ওবামার এই পোস্টে। তাই তিনি সকল ভোটারকে ধৈর্য ধরে চূড়ান্ত ফলের জন্যে অপেক্ষা করার জন্যে আহ্বান জানান।