ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে ট্রেনের চাকায় আগুন—এমন ঘটনা আকছার ঘটছে। আর তা নিয়া আতঙ্কিত যাত্রীরা। এবার দুরন্ত এক্সপ্রেসের একটি বগির নীচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। তাতে আতঙ্ক ছড়িয়ে পনে যাত্রীদের মধ্যে। আজ, সোমবার সকালে রাজবাঁধ স্টেশনের কাছে এই ঘটনায় আলোড়ন পড়ে যায়। ট্রেনের চাকায় আগুন লাগার জেরেই ধোঁয়া বের হয়েছে বলে রেল সূত্রে খবর। করমণ্ডল এক্সপ্রেস দুর🦂্ঘটনা, কাঞ্চনজঙ্ঘনা দুর্ঘটনা এবং ডিব্রুগড় ট্রেন দুর্ঘটনায় মানুষ এমনিতেই আতঙ্কে রয়েছে। তার উপর দুরন্ত এক্সপ্রেসের মতো সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন দেখা যাওয়ায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
আপ দুরন্ত এক্সপ্রেসের চাকায় আগুন লাগার ঘটনায় যাত্রীরা ছোটাছুটি করতে শুরু করে দেন𝓡। কিছুদিন আগেই কাঁকসার রাজবাঁধে দুরন্ত এক্সপ্রেসের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। এবার আবার ঘটল সেই রাজবাঁধ স্টেশনের কাছেই। দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসের চাকায় আগুন লাগার ঘটনায় বিরক্ত যাত্রীরা। তাঁদের বক্তব্য, ‘এত টাকা ভাড়া দিয়ে টিকিট কেটেও যদি সুরক্ষা না পাওয়া যায় তাহলে আর কী করতে হবে! প্রাণের তো কোনও ক্ষতিপূরণ হয় না। এটা সম্পূর্ণ রেলের গাফিলতি। ট্রেন ছাড়ার আগে কেন পরীক্ষা করা হয় না? মানুষের জীবন নিয়ে রেল ছেলেখেলা করছে। এভাবে চলতে পারে না।’
আরও পড়ুন: বাংলাদেশের ছাত্র 🌳আন্দোলনে সরকারি সম্পত্তি নষ্ট, জড়িতদের খোঁজে মিল𝕴বে পুরষ্কার
এই ঘটনা চাউর হওয়ার পর প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিনের পিছনের বগিটির নীচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়া বের হতেই আতঙ্কে পড়ে যান যাত্রীরা। পানাগড় স্টেশন পেরিয়ে যাওয়ার পর বিষয়টি রেলের অফিসারদের জানানো হয়। তড়িঘড়ি ট্রেনের চালককে খবর দিয়ে তা থামানো হয়। সকাল ১০টা ১৩ মিনিট নাগাদ কাঁকসার রাজবাঁধ স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। রেলের অফিসাররা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। রেল সূত্রে খবর, চাকার সঙ্গে ব্রেক বাইন্ডিংয়ের অতিরিক্ত ঘর্ষণে আগুন লেগেছে। মেরামতের কাজ শুরু করে দেওয়া হয়। কেন🍰 এমন ঘটল? সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার কিছুক্ষণের মধ্🍨যেই পরিস্থিতি স্বাভাবিক হলে দুরন্ত এক্সপ্রেস গন্তব্যস্থলের দিকে রওনা দেয় বলেও জানিয়েছে রেল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই হাওড়া দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেস ট্রেনে বিপত্তি ঘটে। তখনও ট্রেনের চাকা দিয়ে ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। রেলের চাকা থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনা এখন প্রায়ই ঘটছে। কয়েকমাস আগেই রাধিকাপুর থেকে কলকাতাগামী ডাউন ১৩০৫৪ কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন লাগে। এমন ঘটনা বাববার ঘটায় ক্ষুব্ধ রেল যাত্রীরা। আগুনের পরিমাণ বেড়ে গেলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।