কর🃏োনাভাইরাসের মধ্যে সর্বসম্মতভাবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েဣছে।
করোনাভাইরাস আবহে প্র🀅তিমা পুজো হবে না। তবে বৈদিক নিয়ম꧅কানুন মেনে ডিব্রুগড়ে দেবী দুর্গার আরাধনা করা হবে। সর্বসম্মতভাবেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ডিব্রুগড়ের ডেপুটি পুলিশ কমিশনার গোপাল ঝা।
প্রতি বছরই ডিব্র্গুড়ে ধুমধাম করে দুর্গাপুজো হয়। করোনা পরিস্থিতিতে কীভাবে সেই পুজো হবে, তা নিয়ে এবার বৈঠক বসে꧒ সবপক্ষ। পরে ডেপুটি পুলিশ কমিশনার বলেন, 'স্থায়ী প্রতিমায় যে মন্দিরগুলি পুজো 🔴করে, তারা এবার নিয়মকানুন মেনে আচার পালন করতে পারবে। তবে কোভিড-১৯ প্রোটোকল মেনে চলতে হবে। এখানে কোভিড-১৯ কেসের সংখ্যা বাড়ছে এবং বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এ বছর দুর্গাপুজোর সময় জমায়েত কম করতে হবে।'
পুজোর আয়োজন কীভাবে করা হবে, তা নিয়ে জেলার অন্যান্য প্রান্তেও বৈঠক করছেন স্থানীয় সার্কেল অফিসাররা। তবে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কোথাও মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দ𓆉েওয়া হবে ⛎না বলে ডিব্রুগড়ের ডেপুটি পুলিশ কমিশনার।
দুর্গাপুজো সংক্রান্ত যাবতীয় খবর দেখুন
শিল্পী উত্তম কুমার পাল বলেন, ‘আমরা কমপক্ষে ছ'সাত মাস আগে থেকে প্রতিমা বানানোর কাজ শুরু করি। এবার আমরা কাঁচামাল জোগাড় করতে পারিনি। মহামারীর মধ্যে ঝুঁকি ဣনিয়ে কাজ করা সুরক্ষিত নয় বলে বিশ্বাস করি আমি। আমরা নির্দেশিকা মেনে চলব।’