বাংলা নিউজ > ঘরে বাইরে > Earthquake: গাঙ্গেয় সমভূমিতে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী
কাকভোরে ভূমিকম্পে কেঁপে উঠল গাঙ্গেয় সমভূমি। শুক্রবার ভোর ৬টা নাগাদ বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে ছিল কম্পনের উপকেন্দ্র। ভূমিকম্পে এখনো কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩🧸।
শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিট নাগাদ বাংলাদেশের রাজধানী ঢাকাসহ আসেপাশের একালায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন সংস্থা USGS-এর তথ্য অনুসারে ঢাকা থেকে ১৪ ꧋কিলোমিটার দূরে দোহার উপজেলায় ছিল এই ভূমিকম্পের উপকেন্দ্র। কম্পনের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ ক🉐িলোমিটার গভীরে।
স্থানীয়রা জানিয়েছেন, অত সকালে অধিকাংশ মানুষ ঘুমিয়ে ൩ছিলেন। যারা জꦬেগে ছিলেন তাদের মধ্যে কিছু মানুষ কম্পন অনুভব করেছেন। তবে কম্পনের তীব্রতা বেশি ছিল না। যার ফলে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পরবর্তী খবর