জয়ললিতা পরবর্তী সময়ে এআইএডিএমকে পার্টির মধ্যে কোন্দলের জেরে ফাটল ক্রমেই চওড়া হয়েছে। এরপর এককালে তা শিবির বিভাজনের🎀 দিকেও এগিয়ে যায়। য🎀া তামিল তথা দাক্ষিণাত্যের রাজনীতিতে বড় ঘটনা। এরপর সদ্য বৃহস্পতিবার, নির্বাচন কমিশন এআইএডিএমকের জোড়া পাতা প্রতীককে এডাপ্পাডি পালানিস্বামী শিবিরকে তুলে দেয়। পাশপাশি, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকের তাবড় নেতা এডাপ্পাডি পালানিস্বামীকে এই পার্টির মহাসচিব বলে মান্যতা দেয় কমিশন। এই ঘটনার সঙ্গে সঙ্গেই এআইএডিএমকেতে পালানিস্বামীর বিরোধী ও পন্নিরসেলবম গোষ্ঠী বড় ধাক্কা খায়।
পালানিস্বামী যে এআইএডিএমকের মহাসচিব হতে চলেছেন, তা জানিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিক জয়দেব লাহিড়ী। এক্ষেত্রে বেশ কয়েকটি নথির কথা উল্লেখ করেছে কমিশন। সেখানে বলা হয়েছে, ২৮ মার্চ ও ১৩ এপ্রিল পালানিস্বামীর তরফে পাঠানো চিঠির কথা। ২৮ মার্চ মাদ্রাজ কোর্টের তরফে জানানো সিদ্ধান্তের কথা, দিল্লি হাইকোর্টের নির্দেশের কথা। এছাড়াও এই ইস্যুতে ১২ ও ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টর সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। এই গোটা ঘটনার প্রেক্ষাপট হল কর্ণাটক বিধানসভা ভোটে দলের তরফে দাঁড়ানো প্রার্থীর দলীয় প্রতীক বিতর্ক। সেই বিতর্কের নিরিখে বৃহস্পতিবার নিজের সিদ্ধান্ত জানায় কমিশন। উল্লেখ্য, 🦩কমিশনের এই গুরুত্বপূর্ণ নির্দেশ এমন এক দিনে এল, যেদিন মাদ্রাজ হাউকোর্ট এআইএডিএমকে পার্টি থেকে বিতাড়িত ওপিএস ও তাঁর সমর্থকদের দায়ের করা মামলার শুনানি শুরু করল। উল্লেখ্য,কর্ণাটক বিধানসভা ভোটের ময়দানে পালানিস্বামী এবং ও পন্নিরসেলবম দুই শিবিরই প্রার্থী দিয়েছে। আর দুই শিবিরের দলী🌌য় প্রতীক কী হবে, তা নিয়েই ঠিল বিতর্ক।
( নারোদা গাম হত্যাকাণ্ডে বিজেপির মায়া কোদনা🎐নি সমেত ৬৯ জন বেকসুর 𒆙খালাস)
উল্লেখ্য, এক বছর আগে ১১ জুলাই এআইডিএমকের ভাঙন স্পষ্ট করে দল থেকে কার্যত বিতাড়িত হন পন্নিরসেলবম ও তাঁর সঙ্গীরা। এপর পালানিস্বামীর আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয় পার্টির বিষয়ে ১০দিনের মধ্যে আপডেট করার বিষয়ে সিদ্ধান্ত নিতে। সেই নির্দেশ ছিল ১২ এপ্রিলের। কমিশনের সিদ্ধান্তে উচ্ছ্বসিত পালানিস্বামী শিবির এবার ২০২৪ লোকসভার দিকে পাখির চোখ রেখে এগোচ্ছে। কমিশনের সিদ্ধান্তে খুশি পালানিস্বামী তাঁর সমর্থ🐟কদের তামিলনাড়ুর ৩৯ টি আসনই নিজেদের দখলে রাখার জোরালো বার্তা দিয়েছেন।
এই খব💜রটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT Apജp ডাউনলোড করার লিঙ্ক