আন্তর্জাতিক মানবাধিকার রক্ষা সংক্রান্ত সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল। সেই সংগঠনের ভারতীয় শাখার বিরুদ্ধে এবার চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। এর আগে শুক্রবারই অ্যামনেস্টি ইন্ডিয়া ও তার প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আকারꩵ প্যাটেলকে জরিমানা করা হয়েছিল। মূলত ইংল্যান্ড থেকে প্রাপ্ত অর্থ প্রতারণার অভিযোগ উঠেছে🦋 এই সংস্থার ভারতীয় শাখার বিরুদ্ধে।
প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়ানস ফর অ্য𒐪ামনেস্টি ইন্টারন্যাশানাল ট্রাস্ট সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সিবিআইয়ের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে ইডি অ্যামনেস্টির একাধিক শাখার বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্তে নেমেছিল ২০১৮ সালে।
ইডি সূত্রে খবর, FCRA -এর পথকে এড়িয়ে গিয়ে সার্ভিস এক্সপোর্ট ও ফরেন ডাইরেক্ট ইনভেস্টেমেন্টের মাধ্যমে এনজিওর কাজ চালানো হচ্ছিল। তদন্তে নেমে ইডি জানতে পারে, FCRA লাইসেন্স কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছিল। এরপর ঘুরপথে বিদেশ থেকে টাকা সংগ্রহ শুরু করে অ্যামনেস্টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল (ইউকে) ৫১.৭২ কোটি টাকা পাঠিয়েছিল। সবটাই এক্সপোর্ট অফ সার্ভিস ও ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ছদ্মবেশে পাঠানো হয়েছিল এই বিপুল টাকা। কিন্তু কোনও সামগ্রী রফতানির কোনও প্রমাণ পায়নি 🤡ইডি।
ইতিমধ্যে এই সংস্থার ১৯.৫৪ꦐ ক🌞োটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার ইডি ৫১.৭২ কোটি টাকা জরিমানা করেছিল অ্যামনেস্টিকে। ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে আকার পটেলকে। তবে ইডির চার্জশিট নিয়ে জবাব দেওয়ার মতো কোনও অ্যামনেস্টি প্রতিনিধি আর ভারতে নেই।