কয়লাপাচার কাণ্ডে এবার আরও তৎপর হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এবার কয়লাপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রকে ফেরার আর্থিক অপরাধী ঘোষণা করতে চলেছে ইডি। সেইཧ মর্মে কেন্দ্রীয় তদন্তকারী সংꦡস্থার তরফ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর জন্য এবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। অর্থাৎ বিজয়ী মাল্য, মেহুল চোকসি, নীরব মোদীর তালিকায় এবার নাম উঠতে চলেছে বিনয় মিশ্রের।
কিন্তু কী কারণে ইডির এই পদক্ষেপ?
দেশের আইন বলছে, কোনও ব্যক্তি ১০০ কোটি টাকার বেশি প্রতারণা করে বিদেশে পালালে তাকে ফেরার অর্থনৈতিক অপরাধী ঘোষণা করা যেতে পারে। ২০১৮ সালে কেন্দ্রীয় এই আইন নিয়ে আসে কেন্দ্রীয় মোদী সরকার। বিনয় মিশ্রের বিরুদ্ধে যেহেতু কয়েকশো কোটি টাকা প্রতারণা রয়েছে অভিয🙈োগ রয়েছে। ত🍒াই তার বিরু♑দ্ধেও এই আইন প্রয়োগ করা যেতে পারে বলেই মনে করছি ইডি।
এর আগে আর্থিক ফেরারদের তালিকা🐎য় বহু ভারতীয়র নাম থাকলেও পশ্চিমবাংলায় বিনয় মিশ্রের বিরুদ্ধেই প্রথম এই আইন প্রয়োগ করতে চলেছে ইডি। আইন অনুযায়ী সংশ্লিষ্ট 🌺ফেরার ব্যক্তির নামে বেনামে দেশে যেসমস্ত সম্পত্তি রয়েছে তা বাজেয়াপ্ত করতে পারে তদন্তকারী সংস্থা। এমনকি দেশের বাইরেও তার সম্পত্তি বাজেয়াপ্ত করার এক্তিয়ার রয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিনয় মিশ্র।
প্রসঙ্গত, গত মাসে চিকিৎসার জন্য দুবাই গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তাতে আপত্তি জানিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল, সেখানে রয়েছেন বিনয় মিশ্র। ফলে অভিষেক সেখানে গিয়ে তার 🅠সঙ্গে দেখা করতে পারেন। তাই তার বিরোধিতা করেছিল ইডি। যদিও আদালত পাল্টা প্রশ্ন করে, যদি ইডি জেন𒅌েই থাকে তাহলে কেন বিনয় মিশ্রকে গ্রেফতার করছে না? এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাই সফরে অনুমতি দিয়েছিল আদালত।