তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়♏ের মেয়ে তথা বিআরএসের এমএলসি কে কবিতাকে ঘিরে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় রয়েছে অভিযোগ। এদিন হায়দরাবাদে তাঁর বাড়িতে ইডির তল্লাশ🎐ির পরই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, দিল্লিতে গিয়ে তাঁকে পরবর্তী ধাপে জেরা করা হতে পারে।
সংবাদ সংস্থা এএনআই বলছে, কে কবিতাকে নিজেদের হেফাজতে নিয়♕েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। তাঁর বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগ রয়েছে। জানা যাচ্ছে, শুক্রবার আয়কর বিভাগ ও ইডির জোড়া তল্লাশি চলে কে কবিতার হায়দরাবাদের বাড়িতে। তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপের মামলায় এই তল্লাশি চলে। উল্লেখ্য, দিল্লির আবগারী নীতি সংক্রান্ত মামলায় কবিতা ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এর আগে তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা পর পর দু'বারের সমন উপেক্ষা করেছেন। এই মামলায় তাঁকে তদন্তকারী সংস্থা পর পর ২ বার সমন পাঠায়। তা উপেক্ষা করেন কে কবিতা। এদিকে, জানা যাচ্ছে, কিছু আইনি নিয়ম মেনে পদক্ষেপের পরই কে কবিতাকে হায়দারবাদ থেকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি। এর আগে, ৪৫ বছর বয়সী বিআরএসের নেত্রী কে কবিতা সুপ্রিম কোর্টের একটি নির্দেশ দেখিয়ে ইডির সমন সত্ত্বেও জেরার মুখে যাননি। সেবার কে কবিতার সামনে ১৬ জানুয়ারির তারিখ ছিল। এদিকে, সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল যে কে কবিতাকে ইডি সমন করতে পারে না। সেটি দেখিয়েই তিনি ইডির জেরায় যাননি। এরও আগে, গত বছর। আবগারী দুর্নীতি মামলায় কে কবিতাকে ৩ বার জেরা করেছে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা।
এদিকে, বিআরএস মুখপাত্র শ্রবণ দাসুজো অভিযোগ করেছেন যে, এই তল্লাশি অভিযানগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাঁর দাবি, বিজেপি ও কংগ্রেস হাতে হাত মিলিয়ে চাইছে তেলাঙ্গানꦏায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টি🌄আরএস-র প্রধান কে চন্দ্রশেখর রাওকে হেনস্থা করতে। টিআরএসের দাবি, বিআরএসের মধ্যে আতঙ্ক তৈরি করতেই এই পদক্ষেপ মোদী সরকারের। এদিকে, দক্ষিণের রাজনীতিতে নয়া রাজনৈতিক সমীকরণ দেখা গিয়েছে, বিজপি ও টিডিপি এবং জনসেনার জোটের হাত ধরে। সেখানে চন্দ্রবাবু নাইডু ও পবন কল্যাণের পার্টির সঙ্গে জোটে আবদ্ধ হয়েছেন মোদীরা।