সম্ভাবনা কম ছিল। তাও কিছুটা আশা জেগেছিল। শেষপর্যন্ত তা পূরণ হল না। সৌদি আরবের আকাশে দেখা গেল না চাঁদ। তার ফলে আজ (꧙বুধবার) পালিত হচ্ছে না ইদ। বরং আগামিকাল (বৃহস্পতিবার) সৌদি আরবে ইদ হবে।
মঙ্গলব﷽ার সংযুক্ত আরব আমিরশাহি, কাতার-সহ আর🌱বের দেশগুলিতে চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সেইমতো খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখার অধীর আগ্রহে ছিলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। তুমের-সহ সৌদির বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে ভিড় জমেছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। দেখা মেলেনি চাঁদের। তারপর সুপ্রিম কোর্টের আনুষ্ঠানিকভাবে জানানো হয়, শাওয়াল মাসের জন্য মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। তাই বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আর বৃহস্পতিবার সৌদিতে ইদ-উল-ফিতর পালন করা হবে। সেই হিসেবে শুক্রবার (১৪ মে) ভারতে খুশির ইদ উদযাপিত করবেন ইসলাম ধর্মের মানুষরা।
এমনিতে রমজান মাসের শেষে ইদ-উল-ফিতর পালিত হয়। ইদ-উল-ফিতরের অর্থ উপবাস শেষ করার উৎসব। শাওয়াল মাসের প্রথম দিন পালিত হয় ইসলাম সম্প্রদায়ের এই উৎসব। শাওয়াল ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস। ইদের দিন বিশেষ নমাজের মাধ্যমে দিন শুরু করেন সকলে। আল্লাহকে ধন্যবাদ জানানোর দিন এই ইদ। প্রচলিত ধারণা অনুযায়ী, আল্লাহের নির্দেশে রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীরা রোজা পালন করেন। কোরান অনুযায়ী, ইদের নমাজꦬের পূর্বে রোজাদারদের জাকাত-আল-ফিতরের নিয়ম পালন করতে হয়। জাকাত অর্থাৎ দান করা।