দিনভর প্রতীক্ষা চলছিল। কিন্তু আজ (বুধবার) লখনউয়ের আকাশে দেখা গেল না চাঁদ। তার জেরে ফারাঙ্গি মহলের মারকাজি চাঁদ কমিটি তরফে জানিয়ে দেওয়া হল, আগামিকাল (বৃহস্পতিবার) নয়, শুক্রবার পালিত হবে ইদ। তবে দিল্লির জামা মসজিদ বা কলকাতার নাখোদা মসজিদের তরফে এখনও কিছু জানানো হয়নি।বুধবার সন্ধ্যায় কমিটির তরফে মৌলানা খালিদ রশিদ জানান, রমজান মাসের ২৯ তম দিনে উত্তরপ্রদেশের রাজধানীর আকাশে চাঁদ দেখা যায়নি। তাই আগামিকাল (বৃহস্পতিবার) অর্থাৎ রমজান মাসের ৩০ তম দিনে ইদ হবে না। আগামিকালও রোজা রাখবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। শুক্রবার ইদ পালিত হবে।এমনিতে রমজান মাসের শেষে ইদ-উল-ফিতর পালিত হয়। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হল নবম মাস। আজ (বুধবার) ভারতে রমজান মাসের ২৯ তম দিন। আজ যদি চাঁদ দেখা যেত (অর্থাৎ নাহলে চাঁদ রাত হয়), তাহলে আগামিকাল ইদ পালিত হত। কিন্তু আজ চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার পালিত হবে খুশির ইদ।ইদ-উল-ফিতরের অর্থ উপবাস শেষ করার উৎসব। শাওয়াল মাসের প্রথম দিন পালিত হয় ইসলাম সম্প্রদায়ের এই উৎসব। শাওয়াল ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস। আর সেই মাসের প্রথম দিনেই ইদ-উল-ফিতর পালিত হয়। ইদের দিন বিশেষ নমাজের মাধ্যমে দিন শুরু করেন সকলে। আল্লাহকে ধন্যবাদ জানানোর দিন এই ইদ। প্রচলিত ধারণা অনুযায়ী, আল্লাহের নির্দেশে রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীরা রোজা পালন করেন। কোরান অনুযায়ী, ইদের নমাজের পূর্বে রোজাদারদের জাকাত-আল-ফিতরের নিয়ম পালন করতে হয়। জাকাত অর্থাৎ দান করা।