🔜 উদ্ধব ঠাক🎉রে তাঁকে ও দেবেন্দ্র ফড়নবীশকে এককালে মুখ্যমন্ত্রিত্ব ‘অফার’ করেছিলেন বলে এবার দাবি করলেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শিবসেনার শিন্ডে শিবিরের প্রধান একনাথ বহুদিনই তাঁর সঙ্গীদের নিয়ে শিবসেনার একাংশ নিয়ে বিজেপির হাত ধরে গড়েছেন সরকার। কিন্তু এই গোটা ঘটনার নেপথ্যে ২০২২ সালে কোন রাজনৈতিক ঘূর্ণি চলেছে, তা নিয়ে দেবেন্দ্র ফড়নবীশের পাশাপাশি বেশ কিছু দাবি করলেন একনাথ শিন্ডে।
সদ্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ দাবি করেছিলেন যে, মহারাষ্ট্রে যখন মহাআঘাড়ি জোট পড়ে যাচ্ছে, তখনই শিবসেনার উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রিত্ব অফার করেছিলেন দেবেন্দ্রকে। এই নিয়ে প্রশ্ন যায় একনাথ শিন্ডে൲র কাছেও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলছেন, ‘এটা সত্যি কথা, এমন অনেক ঘটনাই ঘটেছে, যা নিয়ে আমি কথা বলতে চাই না।’ শিন্ডের দাবি, তিনি যখন অবিভক্ত শিবসেনা থেকে ৫০ বিধায়ক নিয়ে আলাদা সরকার গড়ার পথে, তখন তাঁকেও উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রিত্ব অফার করেছিলেন। শিন্ডে বলছেন,' উনি (উদ্ধব ঠাকরে ) যোগাযোগ করেছিলেন আর বলেছিলেন, যদি ফিরে যাই তাহলে আমাকে মুখ্যমন্ত্রী করা হবে। তখন সেটা প্রশ্নেরই বাইরে, আমি তখন বেরিয়ে এসেছি, আর বালাসাহেব ঠাকরের আদর্শের সঙ্গে সমঝোতা আমি মানতে পারছিলাম না।'
( Nepal Map Row:ভারতের লিম্পিয়াধুরা, লিপুলেখ, কালাপানি নেপালের মানচিত্রে! প্রচণ্ডের দেশে♛র ১০০ টাকার নোট নিয়ে খোঁচা দিল্লির)
( Cong candidate slaps woman: অন্য দলকে ভোট দেওয়ার ইঙ্গিত মহিলার, শুনꦗ♐ে সপাটে চড় কষালেন কংগ্রেস প্রার্থী! দিলেন সাফাই)
এছআড়াও শিবসেনার এই নেতা শিন্ডে বলছেন, উদ্ধব সেই সময় দিল্লিতে ফোন করেছিলেন। সেখানে তিনি জানান যে, শুধু শিন্ডে কেন,গোটা শিবসেনা আসতে চায় বিজেপির সঙ্গে জোটে। একনাথ শিন্ডে বলছেন,' সেই সময় ততক্ষণে আমরা এগিয়ে গিয়েছি। ফলে তিনি আর কোনও সমর্থন পাননি।' উল্লেখ্য, এর আগে ২০১৯ সাল মহারাষ্ট্রের ভোটে উদ্ধব ঠাকরের শিবসেনা ও বিজেপি জꦚোট সংঘবদ্ধ হয়ে ভোট লড়েছিল। পরে ভোটের পর বিজেপির সঙ্গ ছেড়ে এনসিপির সঙ্গে সরকার গড়ে শিবসেনা। তখনই মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে। পরে উদ্ধবকে সরে যেতে হয় তাঁদের মহা আঘাড়ি সরকার পড়ে গেল। ⛄উদ্ধবের পার্টি থেকে ৫০ বিধায়ককে নিয়ে একনাথ শিন্ডে বিজেপির দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে সরকার গড়েন। আর এই গোটা পর্ব সেই সময়েরই। যদিও উদ্ধব ক্যাম্পের শিবসেনার দাবি এই সমস্ত কিছু বলা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করতে।